মুন্সিগঞ্জে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, স্যানেটারি ইন্সপেক্টর, স্বাস্থ্যকর্মী, তথ্য অফিসার ও বিদ্যুৎকর্মীসহ ১১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ ২৯ এপ্রিল পাঠানো নমুনা থেকে জেলায় শুক্রবার আরও দুজনের করোনা শানাক্ত হয়েছে।
এর আগে ২৬ এপ্রিল পাঠানো ৫৫ নমুনার প্রতিবেদন শুক্রবার জেলা সিভিল সার্জন অফিসে এসে পৌঁছে। এর মধ্যে ২১ জনের পজেটিভ এবং ১৫ জনের নেগেটিভ এসেছে। বাকি ১৯ প্রতিবেদন এখনও আসেনি।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১২।
নতুন পাওয়া ২৩ জনের মধ্যে সদর উপজেলায় আট, টঙ্গীবাড়িতে দুই, লৌহজংয়ে এক, সিরাজদিখানে নয়, গজারিয়ায় দুই এবং শ্রীনগরে একজন রয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘স্বাস্থ্য বিভাগের ১৩ জনসহ জেলায় মোট ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে।’