তারা হলেন- এমভি ফারহান-৯ লঞ্চের মাস্টার আব্দুল হামিদ ও সুকানি খন্দকার আফতাব আলী। মাস্টার আব্দুল হামিদের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলায় এবং সুকানি খন্দকার আফতাব আলীর বাড়ি ঢাকার উত্তর বাড্ডায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, বিআইডব্লিউটিএয়ের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠুর নির্দেশে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট লঞ্চঘাট থেকে আব্দুল হামিদ ও সুকানি খন্দকার আফতাব আলীকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার রাত ১১টার দিকে ঢাকা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ফারহান-৯ লঞ্চটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া কীর্তনখোলা-১০ লঞ্চকে মেঘনা নদীতে মাঝের চর নামক স্থানে পাশ থেকে ধাক্কা দেয়। এতে কীর্তখোলা-১০ লঞ্চটির নীচতলা ও দোতালার অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ওই লঞ্চে থাকা বাকেরগঞ্জ এলাকার গর্ভবতী নারী মাহমুদা বেগম (২৭) ও ছেলে মামুন (৭) নিহতসহ আট যাত্রী আহত হন।
এরই মধ্যে, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিইটিএ।