পিরোজপুর
পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ নিহত ৮
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার থেকে ৮টি লাশ উদ্ধার করে।
নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪টি শিশু।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।
নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। রাতে কুয়াকাটা থেকে প্রাইভেটকারে করে শাওনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায় যাচ্ছিল তারা। রাত আনুমানিক ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায়।
স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৮ জনকেই মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক ডা. আসিফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
১ মাস আগে
পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে জান্নাতি আক্তার ও তাইফা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহত জান্নাতি (৩) আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফের মেয়ে এবং তাইফা (৩) একই এলাকার খালেক শেখের মেয়ে।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ‘শুক্রবার ১১টার দিকে কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে জান্নাতি ও তাইফা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: জামালপুরে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক বলেন, ‘জান্নাতি ও তাইফা বাড়ির বাইরে খেলতে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করলে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। বেলা ১১টার দিকে তাদের দুইজনকে পাশের পুকুর থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
আরও পড়ুন: শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
৩ মাস আগে
পিরোজপুরে পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত
পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া দক্ষিণ সড়কের ইকরি গ্রামের সাহেববাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (বশেমুক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- ঝুমাইয়া আক্তার (৩২) ও হাওয়া (৯)।
আহতরা হলেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮), হোসেন (৩২)।
আরও পড়ুন: বগুড়ায় যাত্রীবাহী বাসচাপায় নারীসহ নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে চট্টগ্রামের একটি বাসের অপেক্ষায় সাহেববাড়িতে রাস্তার পাশে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া নিহত হন এবং বাকি চারজন আহত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের বশেমুক হাসপাতালে পাঠানো হয়।
ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যান। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় গাড়ির স্টাফ সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
৪ মাস আগে
পিরোজপুরে আগুনে পুড়ে ছাই ৩ বসতবাড়ি
পিরোজপুরের পৌর এলাকার ভাইজোড়ায় আগুনে পুড়ে তিনটি বসতবাড়ি ছাই হয়ে গেছে।
সোমবার দুপুরে পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া এলাকায় এসব বাড়ি পুড়ে যায়।
পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সুমন বলেন, পিরোজপুর পৌর এলাকার ভাইজোড়া এলাকার শেখ বাড়ির কামাল শেখ, জামাল শেখ ও পলাশ শেখের তিনটি বাড়ি এ আগুনে পুড়ে যায়।
আরও পড়ুন: আগুনে পুড়ল ৪০ বিঘা জমির পানের বরজ
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে তিনটি বসত ঘরের সব কিছু পুড়ে যায় এবং এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত জামাল শেখ বলেন, তার নিজ বাড়িসহ তার ভাই কামাল শেখ ও চাচাতো ভাই পলাশ শেখের বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়িতে নারীরা ছিল। তারা তিন ভাই নিজ নিজ কাজের জন্য বাড়ির বাইরে ছিল। আগুন লাগার খবর পেয়ে এসে তারা দেখতে পেয়েছে তাদের ঘরের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান বলেন, দুপুরে ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এসে আগুন নেভাতে কাজ শুরু করে। আগুন নেভানোর আগেই তিনটি বসতঘরসহ দুই রান্না ঘর পুড়ে যায়। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তদন্তের পরে জানানো যাবে।
এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাছে গিয়ে অর্থ সহায়তা দেন পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক। এছাড়া তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নতুন ঘর নির্মাণেও সহযোগিতা করবেন বলে জানান।
আরও পড়ুন: মাগুরায় বাড়িতে আগুন লেগে বৃদ্ধার মৃত্যু
৬ মাস আগে
তাপমাত্রা বৃদ্ধি: পিরোজপুরে এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ৫৬৮ ডায়রিয়া রোগী
দেশের বিভিন্ন জেলায় বয়ে যাওয়া তাপপ্রবাহের মধ্যে পিরোজপুরে এক সপ্তাহে বিপুল সংখ্যক ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে উপজেলার হাসপাতালে।
জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার ৭টি উপজেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা ৪০ জন। গত ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৫৬৮ জন।
আরও পড়ুন: রাজধানীতে ২৩ লাখ মানুষ পাবেন ডায়রিয়ার টিকা
সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, প্রতিদিন ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। তবে শিশু রোগীর সংখ্যাই বেশি। জেলায় মোট ৭টি হাসপাতালে এই মুহূর্তে আইভি স্যালাইন রয়েছে ৪ হাজার ১৮৬ ব্যাগ। এবারে যেহেতু তাপমাত্রা বেশি ও দীর্ঘমেয়াদি হওয়ার কারণে রোগীর সংখ্যা আগামীতে আরও বাড়বে।
সিভিল সার্জন আরও বলেন, গত একমাসে এ জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৬৯৬ জন।
এদিকে মঙ্গলবার (২৩ এপ্রিল) পিরোজপুর সদর হাসপাতাল এবং শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মেঝতে ও বারান্দায় রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়া, হাসপাতালে স্যালাইন সংকট
রাঙামাটিতে ডায়রিয়ার প্রকোপ
৬ মাস আগে
পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সোহাগ শেখ (৩৩) নামে এক যুবককে হত্যা করছে প্রতিপক্ষরা।
সোমবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিজান হাওলাদার।
নিহত সোহাগ পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের সিদ্দিক শেখের ছেলে।
আরও পড়ুন: নওগাঁয় স্ত্রীহত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিহতের ভাই সিপন শেখ জানান, রাতে ফোন করে তার ভাই সোহাগ শেখকে বাড়ির সামনে বের করা হয়। পরে কাছে মাতুব্বর বাড়ির মসজিদের পাশে বসে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীর থেকে হাত ও পা বিচ্ছিন্ন করে হত্যা করে তারা পালিয়ে যায়। এর আগেও তার ভাইকে কয়েকবার মেরে ফেলার হুমকি দিয়েছিল প্রতিপক্ষের লোকজন।
তিনি আরও জানান, এলাকায় আধিপত্য নিয়ে একটি পক্ষের সঙ্গে সোহাগ ও তার পরিবারের বিরোধ ছিল। গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলায় প্রধান আসামি করা হয়েছিল নিহত সোহাগ শেখকে। সোহাগ সেই মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়। সেই পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ভাই সোহাগ শেখকে হত্যা করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, পূর্ব শত্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে, প্রাথমিকভাবে এমনটা জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩
৬ মাস আগে
পিরোজপুরে মোটরসাইকেলে-প্রাইভেটকারের সংঘর্ষে কলেজছাত্র নিহত
পিরোজপুরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জহিরুল ইসলাম রিফাত নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক কলেজছাত্র আসফাক আহম্মেদ সাজিদ।
সোমবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মানিকগঞ্জের ঘিওরে ট্রলিচাপায় কলেজছাত্র নিহত
নিহত জহিরুল ইসলাম রিফাত মুন্সি পিরোজপুরে জেলার ভান্ডারিয়া পৌর শহরের পুরাতন ইস্টিমারঘাট এলাকার মো. হালিম মুন্সির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, রিফাত ও তার বন্ধু পিরোজপুরে পাসপোর্ট অফিস থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কুমিরমারা প্রান্তে কাউখালী উপজেলার বেকুটিয়ার দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী রিফাত ও সাজিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেলে পাঠানো হয়। যাওয়ার পাথে রিফাত মুন্সি মারা যান।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপরই গাড়ি চালক পালিয়ে যান। পুলিশ প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করেছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
মাগুরায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
৭ মাস আগে
পিরোজপুরে ৩ বাহনের সংঘর্ষে নিহত ৭, আহত ১০
পিরোজপুরে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার পিরোজপুর পাড়েরহাট সড়কের ঝাউতলায় এ দুর্ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- স্বপন হাওলাদার, মো. হেমায়েত, খাইরুল, নাইম, মনসুরা বেগম, আলমগীর ও জেসমিন।
আরও পড়ুন: লালমনিরহাটে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. সেলিম মিয়া জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাওয়ার পথে অটোরিকশা্টি ঝাউতলায় যাত্রী নামাচ্ছিল।
এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাওয়ার পথে ওই অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে তিন বাহনের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই চারজন ও পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন নিহত হন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
আহতদের পিরোজপুর হাসপাতালে ও গুরুতর আহতদের খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিলেটে প্রবাসী যুবক খুন!
সিলেটে বাস-ট্রাকের সংঘর্ষে শিশু নিহত, আহত ১০
৮ মাস আগে
পিরোজপুরে বাসচাপায় যুবক নিহত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বনফুল পরিবনের একটি বাসের চাপায় মারুফ নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমিদপুর এলাকায় পিরোজপুর মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ মারুফ তালুকদার (৩২) উপজেলার টগড়া এলাকার মাওলানা আব্দুস সালাম তালুকদারের ছেলে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসচাপায় রিকশাচালক নিহত
নিহত মারুফের বাবা আব্দুস সালাম তালুকদার জানান, সকালে মারুফ ব্যক্তিগত মোটরসাইকেল যোগে টগড়া এলাকায় তাদের বাড়ি থেকে পিরোজপুরের উদ্দেশে রওনা দেন। পরে উমিদপুর এলাকায় এলে ঢাকা থেকে আসা বনফুল পরিবহনের একটি বাস তার ছেলেসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এতে তার ছেলে মারুফ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরত্বর হওয়া জেলা হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স মারুফ মারা যান।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় বাসের চালক ও বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: ময়মনসিংহে বাসচাপায় নিহত ৩
কক্সবাজারে বাসচাপায় দুই শিশু নিহত
১১ মাস আগে
পিরোজপুরে ১৪০০ টন ডাল নিয়ে টিসিবির জাহাজ অর্ধনিমজ্জিত
পিরোজপুরে সন্ধ্যা নদীতে ১৪০০ টন মসুর ডালভর্তি এমভি স্কাই নামে টিসিবির একটি জাহাজ তলা ফেটে অর্ধনিমজ্জিত হয়ে পড়েছে। রূপসা-১ নামে একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে বুধবার এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কাউখালীর সন্ধ্যা নদীতে জাহাজটি জরুরি নোঙর করেছে।
এমভি স্কাই জাহাজের মাস্টার মো. হান্নান জানান, ১৪০০ টন মসুর ডালভর্তি জাহাজটি চট্টগ্রাম থেকে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখান নদীতে এলে রাত ১২টায় রূপসা-১ নামে অন্য একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর এমভি স্কাই কিছুদূর আসার পরে বুঝতে পারে তাদের জাহাজের তলা ফেটে গেছে।
তিনি আরও বলেন, পরে অর্ধনিমজ্জিত অবস্থায় জাহাজটি পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীর লঞ্চঘাট এলাকায় থেমে থাকা আরেকটি জাহাজের সঙ্গে এসে নোঙর করে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাতে চাইলে জাহাজ কর্তৃপক্ষ অভিযান চালাতে দেয়নি।
পরে পিরোজপুরের জেলা প্রশাসন চট্টগ্রামে জাহাজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায় অন্য একটি মালবাহী জাহাজ ঘটনাস্থলে গিয়ে ডাল উদ্ধার করবে।
আরও পড়ুন: পশুর নদীতে সিমেন্টের ক্লিংকারবোঝাই লাইটার জাহাজডুবি
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনাটি শোনার পরপরই তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত জাহাজটি পরির্দশন করেছেন।
তিনি জাহাজ কর্তৃপক্ষ ও মালামালের মালিক দুই পক্ষের সঙ্গেই কথা বলেছেন।
তিনি আরও বলেন, জাহাজটি উদ্ধারের জন্য বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজকে খবর দেওয়া হয়েছে। নিরাপদে ও দ্রুত জাহাজের মালামাল খালাস করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মোহাম্মদ আমীনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
আরও পড়ুন: তলা ফেটে মেঘনায় সিমেন্টের কাঁচামালবাহী জাহাজ, ১২ স্টাফ উদ্ধার
ভাসানচরে দুর্ঘটনার কবলে কন্টেইনারবাহী জাহাজ
১১ মাস আগে