পিরোজপুর
পিরোজপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, ভাইয়ের পা বিচ্ছিন্ন
পিরোজপুরে জমিজমা ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে আবু সালেহ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রতিপক্ষের অস্ত্রের কোপে নিহতের ছোট ভাই আবুল বাশার রুবেলের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আবু সালেহ ও রুবেল পাতলাখালী গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে। আহত রুবেলকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় রেক্সোনা বেগম নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত আবু সালেহের বোন আফসানা মিমি বলেন, ‘আমার চাচাতো ভাই শহিদুল ইসলাম সুমন, রুম্মান, নজরুল ইসলাম বাবুল চৌকিদার, নান্না, লিটন, মিরাজ, সবুজ, মাসুম শরিফসহ অনুমান ১০-১৫ জন দলবদ্ধ হয়ে ভাই আবুল বাশার রুবেলের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবশে করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। তার চিৎকারে বড় ভাই আবু সালেহ, তার স্ত্রী মোসা. সোনালী আক্তার ঘর থেকে বের হয়ে রুবেলের ঘরের কাছে গেলে সন্ত্রাসীরা আবু সালেহকেও কুপিয়ে জখম করে পাশের একটি ডোবায় ফেলে রাখে।’
নিহত আবু সালেহর স্ত্রী সোনালী আক্তার বলেন, ‘আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম, রাতে আমার দেবর রুবেলের চিৎকার শুনে আমার স্বামী ও আমি ঘরে থেকে বের হয়ে তার ঘরে গিয়ে দেখি, সুমন ও আরও লোকজনে রুবেলকে কুপিয়ে ফেলে রেখেছে। আমারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। আমার পায়ে হাতুড়ি দিয়ে আঘাত করে।’
তিনি বলেন, ‘আমাদের ঘরে ঢুকে ১ লাখ টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণের বিভিন্ন অলঙ্কার নিয়ে যায়।’
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আবু সালেহ ও রুবেলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে আবু সালেহর মৃত্যু হয়।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, ‘এ ঘটনায় সুমনের স্ত্রী রেক্সোনাকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে আমরা অভিযান চালাচ্ছি।’
২২ দিন আগে
পিরোজপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
পিরোজপুরের ভান্ডারিয়ায় মিজান নামে এক যুবককে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৭ মার্চ) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তাগীর আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ছালাম হাওলাদার, মো. আলমগীর, আব্দুল মালেক, মো. ফিরোজ মোল্লা ও আইউব আলী। মিজান ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা।
রায়ের সময় আদালতে দুইজন উপস্থিত ছিলেন। বাকি ৩ জন পলাতক রয়েছেন। বিচারক এই মামলায় অন্য ৭ জন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
আরও পড়ুন: ১১ বছর আগে ৭ বছরের শিশু ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
মামলায় বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ওয়াহিদ হাসান বাবু বলেন, ‘২০০৫ সালের ৩ নভেম্বর রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের কাপালির হাট বাজারে মামলার বাদী মো. রাকিবুল ইসলামের সাইকেলে পার্সের দোকানে ডাকাতি করে। এসময় তিনি দোকানে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে ডাকাতির বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার দিলে আসামিরা সে সময় পালিয়ে যেতে থাকে ও যাবার সময় কয়েক রাউন্ড গুলি করে। সেই গুলিতে স্থানীয় মিজান নামের এক ব্যাক্তি গুলিবিদ্ধ হয়।
পরে স্থানীয়রা মিজানকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া হাসপাতাল ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে সেখানে মিজান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে এ ঘটনায় দোকানদার রাকিবুল বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করে।
পরে পুলিশের গোয়েন্দা বিভাগ মামলাটি তদন্ত করে ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘদিন পর এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৭ জন আসামিকে বেকসুর খালাস দেন।
৩০ দিন আগে
আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৫ পুলিশ সদস্য ক্লোজড
পিরোজপুরের ইন্দুরকানীতে গ্রেপ্তারের পর পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় কর্মকর্তাসহ ৫ পুলিশ সদ্যকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন— ইন্দুরকানী থানার উপপরিদর্শক (এসআই) পলাশ সাহা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলমগীর হোসেন, এএসআই মো. রুহুল আমিন, কনস্টেবল মো. আল মামুন ও মো. রেজাউল করিম।
দায়িত্বে অবহেলার অভিযোগে বুধবার (২৬ ফ্রেবুয়ারি) রাতে তাদের প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খাঁন মোহাম্মদ আবু নাসের।
আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে কোম্পানীগঞ্জ থানার ১৩ পুলিশ সদস্য ক্লোজড
তিনি বলেন, ‘গত সোমবার বিকালে বিস্ফোরক মামলার আসামি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল খানকে আটকের সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করে জোর করে হেলাল খানকে ছিনিয়ে নেন। এ ঘটনায় পুলিশ সদস্যদের দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় তাদের ক্লোজ করা হয়েছে।’
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
৪৮ দিন আগে
পিরোজপুরে সিভিল সার্জনসহ ৪ ডাক্তার ও সরবরাহকারীর বিরুদ্ধে দুদকের মামলা
পিরোজপুর জেলা হাসপাতালে পৌনে দুই কোটি টাকার ওষুধ ও এমএসআর (চিকিৎসা ও শল্য চিকিৎসাসামগ্রী) গরমিলে সত্যতা পাওয়ায় চার চিকিৎসক, স্টোরকিপার ও চার সরবরাহকারীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দণ্ডবিধির ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় এ মামলা করেছেন বাদী দুদকের পিরোজপুর সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ শেখ। শনিবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
আরও পড়ুন: ড. আতিউর-বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
মামলার আসামিরা হলেন— হাসপাতালের তত্ত্বাবধায়ক ও পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, হাসপাতালের সিনিয়র কন্সালটেন্ট (গাইনি) ও সার্ভে কমিটির সভাপতি ডা. ফরাহানা রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন, জুনিয়র কন্সালটেন্ট (মেডিসিন) ডা. সুরঞ্জিত কুমার সাহা, হাসপাতালের স্টোরকিপার মো. আলামীন গাজী এবং ওষুধ সরবরাহকারী এস এম সামসুল আরেফীন (নাজিরপুর), মো. হানিফুল ইসলাম (ঢাকা), মো. জহিরুল ইসলাম (মাগুরা) ও মো. রাশেদুজ্জামান এরশাদ (মুকসুদপুর, গোপালগঞ্জ)।
মামলার বিবরণে জানা যায়, ওষুধ ও এমএসআর সরবরাহকারী চারটি প্রতিষ্ঠান পিরোজপুর জেলা হাসপাতালের অনুকূলে ২০২৩-২৪ অর্থবছরে ওষুধ ও এমএসআর সরবারাহের জন্য চুক্তিবদ্ধ হন। এ সরবরাহের কার্যাদেশ প্রাপ্ত চারটি প্রতিষ্ঠান ও সামগ্রী সরবরাহ হয়েছে মর্মে সভাপতিসহ দুই সদস্যকে ১ কোটি ৭৮ লাখ ২৫ হাজার ৩৭ টাকার ওষুধ ও সামগ্রী বুঝে নিয়ে উল্লিখিত অর্থ পরিশোধ করে হাসপাতালের সার্ভে কমিটি। কিন্তু দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনাকালে হাসপাতালের স্টক রেজিস্ট্রার ও ওষুধ এবং এমএসআর সামগ্রীর বাস্তব পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই করা হয়। নিরীক্ষাকালে ২০২৩-২৪ অর্থবছরে উল্লিখিত ওষুধ ও এমএসআর সামগ্রী স্টক রেজিস্ট্রারে অন্তর্ভূক্ত থাকলেও প্রকৃতপক্ষে তা স্টোরে পাওয়া যায়নি। গত ২৭ জানুয়ারি দুদকের অভিযানে এ তথ্যপ্রাপ্তির পর গত ২ ফেব্রুয়ারি ওই ঘাটতি পূরণের জন্য আসামিরা তা সমন্বয়ের উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে একটি ট্রাকে ওষুধ এনে তা স্টোরে মজুতের অপচেষ্টা করেন। সে সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ট্রাকটি জব্দ করে দুদক।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীর ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা
পরে এসব অপরাধের অভিযোগ এনে আসামিদের বিরুদ্ধে দুদক মামলাটি করে। এছাড়া পরবর্তী তদন্তে এজাহারে বর্ণিত অপরাধের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও মামলায় অন্তর্ভূক্ত করা হবে বলে এজাহারে বলা হয়েছে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা.মিজানুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মামলার বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। তবে এ বিষয়ে তদন্ত হলে আসল বিষয়টি উঠে আসবে বলে জানান এ কর্মকর্তা।
৫৩ দিন আগে
পিরোজপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাই, আটক ১
পিরোজপুরের নাজিরপুরে পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের সময় সাইফুল ইসলাম চাঁন নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে পুলিশ তাকে আটক করা হয়।
আটক সাইফুল ইসলাম চাঁন (৩৫) পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে।
আরও পড়ুন: বরিশালে ‘ভুয়া পুলিশ’ আটক
স্থানীয়রা জানায়, আটক সাইফুল অনলাইনে এ্যাপাচি ফোরভি নামে একটি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে বরিশালের নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে একজন মোটরসাইকেলটি কিনতে পিরোজপুর-নাজিরপুর- গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসে। সেখান থেকে সাইফুল ইসলাম তাকে বুইচাকাঠী এলাকায় নিয়ে যায়। পরে সাইফুল ইসলামসহ তিনজন মিলে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রশান্ত দাসের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে চাইলে প্রশান্ত দাস বুঝতে পেরে ডাক চিৎকার দিলে স্থানীয়রা সাইফুল ইসলামকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় বাকি তিনজন পালিয়ে যায়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, সাইফুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পুলিশের জ্যাকেট ও একটি পিস্তলের খাপ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫৪ দিন আগে
পিরোজপুরে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পিরোজপুরে ইমাদ পরিবহন নামের একটি বাসের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলার নাজিরপুর-মাটিভাঙ্গা সড়কের রুহিতলাবুনিয়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের মাহাবুব মোল্লা ও তার ছেলে ইয়াদ আলী মোল্লা। আহত ভ্যানচালক মইন শেখ উপজেলার হুগলাবুনিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকালে পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দিলে তিনজন গুরুতর আহত হন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে কিশোর নিহত
স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বলেন, ‘এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
৫৮ দিন আগে
পিরোজপুরে বাসচাপায় নিহত ২, আহত ১
পিরোজপুরের শংকরপাশা ইউনিয়নে বাসচাপায় রিয়াদ ও শাহিন নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই বাসের এক যাত্রী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- রিয়াদ কাজী পূর্ব উত্তর শংকরপাশার বাসিন্দা ও মো. শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় রিয়াদ, শাহিনসহ এক যাত্রীকে চাপা দিলে তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক রিয়াদ ও শাহিনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালককে ধরার চেষ্টা চলছে।
৯০ দিন আগে
পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ নিহত ৮
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কার থেকে ৮টি লাশ উদ্ধার করে।
নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৪টি শিশু।
নিহতরা হলেন- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।
নিহত শাওনের খালাতো ভাই মুরাদ জানান, শাওন ও মোতালেব ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। রাতে কুয়াকাটা থেকে প্রাইভেটকারে করে শাওনের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া এলাকায় যাচ্ছিল তারা। রাত আনুমানিক ৩টার দিকে পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানী গেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে পানিতে ডুবে যায়।
স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৮ জনকেই মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক ডা. আসিফ হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় পাওয়া গেছে। নিহত মোতালেব সেনাবাহিনীর সিভিল স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
১৮৯ দিন আগে
পিরোজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পিরোজপুর সদর উপজেলার কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে জান্নাতি আক্তার ও তাইফা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিহত জান্নাতি (৩) আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউসুফের মেয়ে এবং তাইফা (৩) একই এলাকার খালেক শেখের মেয়ে।
শারিকতলা-ডুমরিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমির হোসেন মাঝি বলেন, ‘শুক্রবার ১১টার দিকে কুমিরমাড়া আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ডুবে জান্নাতি ও তাইফা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: জামালপুরে বন্যার পানিতে ডুবে যুবকের মৃত্যু
স্থানীয় ইউপি সদস্য মো. ওমর ফারুক বলেন, ‘জান্নাতি ও তাইফা বাড়ির বাইরে খেলতে যায়। পরে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করলে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। বেলা ১১টার দিকে তাদের দুইজনকে পাশের পুকুর থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক ডা. রঞ্জন বলেন, ‘দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।’
আরও পড়ুন: শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু
২৬৪ দিন আগে
পিরোজপুরে পিকআপের ধাক্কায় ২ পথচারী নিহত
পিরোজপুরের ভান্ডারিয়ায় পিকআপের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২৪ জুন) সকালে উপজেলার ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া দক্ষিণ সড়কের ইকরি গ্রামের সাহেববাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত চারজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (বশেমুক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- ঝুমাইয়া আক্তার (৩২) ও হাওয়া (৯)।
আহতরা হলেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮), হোসেন (৩২)।
আরও পড়ুন: বগুড়ায় যাত্রীবাহী বাসচাপায় নারীসহ নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে চট্টগ্রামের একটি বাসের অপেক্ষায় সাহেববাড়িতে রাস্তার পাশে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ঝুমাইয়া ও হাওয়া নিহত হন এবং বাকি চারজন আহত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের বশেমুক হাসপাতালে পাঠানো হয়।
ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যান। তবে পিকআপটি জব্দ করা হয়েছে।
এছাড়া এ ঘটনায় গাড়ির স্টাফ সন্দেহে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: বিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
২৯৭ দিন আগে