মেহেরপুরের গাংনী উপজেলায় গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় লিচু বাগনমালিকসহ ৫ পথচারীকে মাঠের মধ্যে বেঁধে রেখে তাদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতদল। পরে গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ডাকাতদের ধাওয়ো দিলে তারা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
শনিবার (৩ মে) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাকুড়িয়া-খড়মপুর ও কসবা গ্রামের মাঝখানে নাকদহর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।
পরে গ্রামবাসী ওই মাঠের মাঝ থেকে হাত-মুখ বাঁধা অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে।
ডাকাতির শিকার হওয়া ব্যক্তিরা হলেন—কসবা গ্রামের মিষ্টি ব্যবসায়ী মোজাম্মেল হোসেন, পাকুড়িয়া গ্রামের লিচু বাগানমালিক মোফাজ্জেল হোসেন মোফা, একই গ্রামের সবুজ হোসেন, জুয়েল রানা ও সজিব হোসেন।
আরও পড়ুন: চট্টগ্রামে ডাকাতি ঠেকাতে গিয়ে সেনাসদস্য গুলিবিদ্ধ
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০ টার দিকে ৫/৬ জন ডাকাতের একটি দল দেশীয় ধাঁরালো অস্ত্র নিয়ে ওই স্থানে এসে প্রথমে মোফাজ্জল হোসেনকে ধরে মুখ বেঁধে তার কাছ থেকে একটি স্যামসাং মোবাইল ফোন, নগদ টাকা ও একটি বাইসাইকেল ছিনিয়ে নেয়। পরে পথচারী মিষ্টি ব্যবসায়ী মোজাম্মেল হোসেনের কাছ থেকে ২৫ শ’ টাকা নিয়ে নেয়। এরপর মোটরসাইকেল আরোহী সবুজ হোসেন, সজিব হোসেন ও জুয়েল রানাকে ধরে মাঠের মধ্যে থামিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতদল।
মোফাজ্জল হোসেন বলেন, ‘৫/৬ জনের একটি ডাকাত দল হাতে ধাঁরালো দেশীয় রামদা নিয়ে আমাকে জিম্মি করে। আমার কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ কিছু টাকা ও একটি বাইসাইকেল ছিনিয়ে নেয় তারা। এ সময় পথচারী বিস্কুট ব্যবসায়ীসহ বেশ কয়েকজনের কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে গ্রামবাসী খবর পেয়ে ডাকাতদের ধাওয়া দিলে তারা গ্রামবাসীকে লক্ষ করে দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয়রা এসে আমাদের হাত-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে।’