মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে অতিরিক্ত গরমের মধ্যে ‘হিট স্ট্রোকে’ আব্দুস সালাম নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
আব্দুস সালাম মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের পশ্চিমপাড়া এলাকার কিতাব আলীর ছেলে।
স্বজনরা জানান, আব্দুস সালাম ভূঁষিমাল কিনে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে প্রচণ্ড গরমে বাইসাইকেল থেকে পড়ে যান।
পরে অচেতন অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সউদ কবীর বলেন, হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, তার পারিবারের লোকজন মারা যাওয়ার যে বর্ণনা দিয়েছেন তাতে ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তিনি মারা গেছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, আব্দুস সালামের লাশ পারিবারিকভাবে নিয়ে দাফনের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু, আরেকজন নিখোঁজ