মোংলা ইপিজেডে ভিআইপি-১ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।
আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় বসতঘরে আগুনে পুড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী বলেন, ভিআইপি নামক প্রতিষ্ঠানের প্লাস্টিক, কেমিকেলসহ বিভিন্ন পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বিকেল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের তিনটি ইউনিট, রামপাল, ফকিরহাট ও বাগেরহাটসহ মোট সাতটি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন।