জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় মা-বাবার ওপর অভিমান করে এক কিশোর আত্মহত্যা করেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন উকিলপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ পালোয়ান (১৬) উপজেলার চর সরিষাবাড়ী অলিপাড়া চেয়ারম্যান বাড়ীর সাহের পালোয়ানের ছেলে এবং সরিষাবাড়ী আরইউটি স্কুলের ছাত্র।
পুলিশ জানায়, সাহের পালোয়ান উপজেলা পরিষদ সংলগ্ন উকিল পাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। হানিফের পুরনো বাইক ছিল। তবুও পছন্দের নতুন বাইক কিনে দেয়ার জন্য মা-বাবার কাছে বায়না ধরে। বাইক না পেয়ে বুধবার রাতে বাসায় গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেয়। রাত প্রায় সাড়ে ১১টায় পরিবারের সদস্যরা হানিফকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা সাহের পালোয়ান বলেন, ‘ছেলেকে মোটরসাইকেল কিনে না দেয়ায়, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।’
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বলেন, ছেলেটিকে রাত সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার আত্মীয়স্বজনেরা। কিন্তু হাসপাতালে আনার আগেই সে মৃত্যুবরণ করে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বৃহস্পতিবার লাশ নিহতের পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।