ময়মনসিংহে জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৫৭) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইদ্রিস আলী ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় বোনের বাড়িতে থাকতেন।
আরও পড়ুন: খুলনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
স্ত্রী সন্তানহীন ইদ্রিস আলী বোনের বাড়িতে থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘সকালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’