ট্রেনে কাটা
কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ী নিহত
কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে বাবুল চন্দ্র দাস (৬৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি জেলার কুলিয়ারচর পৌরসভার দাসপাড়া এলাকার মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে।
মঙ্গলবার দুপুরে (১ এপ্রিল) কুলিয়ারচর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে চট্টগ্রামগামী মেইল ট্রেন কুলিয়ারচর রেলস্টেশনে প্রবেশকালে ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল ঘটনাস্থলেই মারা যান।
কুলিয়ারচর স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ বলেন, ‘ঘটনাটি সম্পর্কে থানা পুলিশকে অবগত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
১৫ দিন আগে
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) পৌরসভার চরঘাটিনা রেলগেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মিতু উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির বাবা মা কেউ বেঁচে নেই। তার ফুফুর কাছে থেকে সে পড়ালেখা করত।
আরও পড়ুন: সুইসাইড নোট লিখে স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন বলেন, সোমবার সকাল ৯টার দিকে রিতু রেললাইনের ওপর শুয়েছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
তিনি বলেন, ‘এ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এটি আত্মহত্যা কিনা তা জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
৩০ দিন আগে
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জ জেলা সদরের সদানন্দপুর রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদানন্দপুর রেলস্টেশনের কাছ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তির বয়স ৬২ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন: কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কোনো একটি ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
৭২ দিন আগে
কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন।
রবিবার দুপুর ২টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের বাবরা রেলগেটের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
নিহত অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর হবে। তিনি খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা আপ ট্রেনে কাটা পড়ে। নিহত যুবকের পরনে জিন্সের প্যান্ট ও ছাই রঙের টি-শার্ট ছিল। তবে, স্থানীয়দের ধারণা নিহত যুবক ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।
মোরবারকগঞ্জ স্টেশনের উপসহকারী প্রকৌশলী কার্যালয়ের (পথ) কর্মরত ট্রলিম্যান আরিফুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্টেশন মাস্টারের মাধ্যমে যশোর রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।’
১০৮ দিন আগে
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঢাকা- ময়মনসিংহ রেলপথের বনমালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ বছর ও অপরজনের ৬ বছর।
আরও পড়ুন: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা- ময়মনসিংহ রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাবা-ছেলে।
তিনি জানান, তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
১২৮ দিন আগে
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
নীলফামারী-সৈয়দপুর রেলপথের ভাটিখানা নামক স্থানে ট্রেনে কাটা পড়ে বিমল রায় নামের এক হোটেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।
বিমল রায় নীলফামারী পৌরসভার বাড়াইপাড়া এলাকার বাতাসু রায়ের ছেলে। শহরের ডাইলপট্টি এলাকায় হোটেলের ব্যবসা করতেন তিনি।
আরও পড়ুন: শিশুকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-শিশুর মৃত্যু
স্থানীয়রা জানায়, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে এলে বিমল লাফ দিয়ে সামনে পড়ে। এতে তার শরীর দ্বিখন্ডিত হয়ে যায়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, লাশ উদ্ধার করে সৈয়দপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২৮ দিন আগে
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সিরাজগঞ্জর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঢাকা-ঈশ্বরদী রেলপথের মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, ঢাকা থেকে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় যাওয়ার পথে মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন: রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাতে থানায় নিয়ে রাখা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই হাসপাতালে যাচ্ছেন বলে জানিয়েছেন ওসি।
ওসি মো. দুলাল উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
১৩৬ দিন আগে
রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবা-মেয়ের মৃত্যু
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে একই সঙ্গে বাবা ও মেয়ে নিহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চকের ব্রিজ এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোরবান আলী (৩৬) ও তার মেয়ে কোহেলি খাতুন (১২)। তাদের বাড়ি রানীনগর উপজেলা সদরের দক্ষিণ রাজাপুর (জিয়ানীপাড়া) গ্রামে। নিহত কোরবান বাকপ্রতিবন্ধী ছিলেন।
নিহত কোরবানের ভাতিজা মো. মোমিন জানান, সকাল ৮টায় কোরবান আলী তার মেয়ে কোহেলি খাতুনকে সঙ্গে নিয়ে রাণীনগর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর সাড়ে ১০টার দিকে চকের ব্রিজ এলাকায় রেললাইনের উপরে বাবা ও মেয়ের লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়।
আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে চট্টগ্রামে নিরাপত্তা কর্মীর হাত বিচ্ছিন্ন
তিনি জানান, কোরবানের স্ত্রীর সঙ্গে কোরবানের পারিবারিক কলহ চলছিল। শনিবার থেকে কোরবানের স্ত্রী বাড়িতে নেই। কোথায় গেছে সঠিক জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে কোরবান মেয়েকে নিয়ে একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারে।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া বলেন, ‘তার গ্রামের লোকজনের ভাষ্যমতে- পারিবারিক কলহের জেরে কোরবান আলী তার মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে একসঙ্গে হয়তো আত্মহত্যা করেছেন। যেহেতু ঘটনাস্থল রেলওয়ে থানার ভেতরে তাই তাদের লাশ উদ্ধারের জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে।’
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে সান্তাহার জিআরবি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
১৩৬ দিন আগে
ট্রেনে কাটা পড়ে চট্টগ্রামে নিরাপত্তা কর্মীর হাত বিচ্ছিন্ন
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে আবু জাফর মুন্না নামে এক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার (১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনাটি ঘটে। এরপর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ‘বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন প্রবেশের সময় কদমতলী রেললাইনে পা পিছলে পড়ে গেলে ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়।’
১৩৬ দিন আগে
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
রাজশাহীর পবা উপজেলার হরিয়ানা রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল আনুমানিক ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
দুর্ঘটনার বিষয়টি রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, ‘শনিবার ভোরে রাজশাহী থেকে মধুমতী এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে হরিয়ান সুগার মিল সংলগ্ন রেল ক্রসিং এলাকায় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। আমরা পিবিআই ও সিআইডিকে জানিয়েছি। তারা এলে হয়তো পরিচয় পাওয়া যাবে। তারা এলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
১৩৮ দিন আগে