ট্রেনে কাটা
নাটোরে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু
নাটোরে লালামনিরহাটগামী আন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জমির উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে নাটোর শহরের বাফা সার গোডাউন এলাকার রেললাইন অতিক্রম করার সময় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, জমির বাইসাইকেলে নাটোর শহরের বাফা সার গোডাউন এলাকার রেললাইন অতিক্রমের সময় ঢাকা থেকে লালামনিরহাটগামী আন্তঃনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন।
প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলে জানান স্টেশন মাস্টার।
আরও পড়ুন: রেললাইনে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
২ দিন আগে
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- আজিজার রহমান, মোবারক হোসেন, মকবুল হোসেন ও আব্দুল ওহাব। তাদের সবার বাড়ি জোংড়া ইউনিয়নের ইসলাম নগরে।
স্থানীয়রা জানায়, আলাউদ্দিন নগর এলকার রেল লাইনের পাশে ধান মাড়াই করছিলেন ওই চারজন। এসময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি আসে। কিন্তু তারা ট্রেনের শব্দ টের না পাওয়ায় ট্রেনে কাটা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যান।
পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
৬ দিন আগে
রেললাইনে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু
পাবনার ঈশ্বরদীর পাকশী রেললাইনে দৌড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তানজিত আহমেদ রাতুল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আলিপ হোসেন নামে আরেক তরুণ।
শনিবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিত আহমেদ (১৮) রাজশাহী চারঘাট উপজেলার বনকিশোর গ্ৰামের মো. জিয়ারুল ইসলামের ছেলে।
আহত আলিপ (১৮) ঈশ্বরদী উপজেলার বড়ইচরা এলাকার মো. মাহাবুবের ছেলে। তারা দুজনই ঈশ্বরদী ইপিজেডে তিয়ানি কোম্পানির অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
আহত আলিপকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আলিপ হোসেন বলেন, ‘প্রতিদিনই রাতে আমরা দুই বন্ধু রেললাইনের ওপর দিয়ে দৌড়াতাম। শনিবার রাতেও একইভাবে রেললাইনের ওপরে উঠে ভেড়ামারার দিকে আমরা দুইজন দৌড়ানো শুরু করি। কিছু দূর যাওয়ার পরে দেখতে পাই যে ট্রেন আসছে। পাশাপাশি দুটি লাইন থাকায় ঠিক বুঝে উঠতে পারিনি কোন লাইন দিয়ে ট্রেনটি আসছে। হঠাৎ ট্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ি। ট্রেন চলে গেলে দেখতে পাই রাতুল ট্রেনে কাটা পড়েছে। তখন আমি হতভম্ব হয়ে ওখানে বসে পড়ি। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে আমাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।’
রেলওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল রহমান বলেন, ‘ট্রেনে কাটা পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। রেলওয়ে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।’
১ সপ্তাহ আগে
নরসিংদীতে ছেলের সামনেই ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনে কাটা পড়ে মনসুর আলী (৬২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
চোখের সামনে বাবার এমন মৃত্যু দেখে আব্দুল হাকিম (১৮) জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে নিয়ে আসেন।
রবিবার (৩ নভেম্বর) সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের সামনের পুরাতন রেল সেতুতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ থেকে কৃষিজাত পণ্যের জন্য বিশেষ ট্রেন স্থগিত
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামত ও রঙের কাজ করে আসছিলেন। রবিবার সকাল থেকে মনসুর ও তার ছেলে হাকিমসহ তিনজন রেললাইনে রঙের কাজ করছিলেন।
এসময় সকাল পৌনে ৯টার দিকে এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি সেতুর দিকে আসতে দেখে তিনজনই সেতু পার হওয়ার জন্য দৌড়াতে থাকেন।
একপর্যায়ে সেতুর রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুইজন অবস্থান করতে পারলেও ছেলের সামনে মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়ে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ্ বলেন, শ্রমিকরা ঠিকাদারের অধীনে রেলওয়ে সেতুতে কাজ করছিলেন।
তিনি বলেন, এসময় ট্রেনে কাটা পড়ে মনসুর মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ট্রেনের সময়সূচিতে বিপর্যয় কাটেনি, ২ ট্রেনের যাত্রা বাতিল
২ সপ্তাহ আগে
রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
কুমিল্লায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আপন রবি দাস নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (১২ অক্টোবর) কুমিল্লার শাসনগাছা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
আপন রবি দাস (৪০) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের সাধু রবি দাসের ছেলে। কাজের সন্ধানে চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় গিয়েছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় রবি লাইনেই দাঁড়িয়ে ছিলেন।
ট্রেন থেকে হুইসেল বাজিয়ে সরে যেতে সতর্ক করা হলেও রবি দাস সরেননি। পরে ট্রেনে কাটা পড়েন রবি।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, সকালে ঢাকাগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একজন মারা গেছেন। তার লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু ডায়েরি লেখা হয়েছে।
আরও পড়ুন: চকরিয়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
১ মাস আগে
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে মো. সানজিদ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) গুণবতী রেলস্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: চকরিয়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
সানজিদ উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামের বাসিন্দা এবং গুণবতী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, গুণবতী রেলস্টেশনে (৪ নম্বর লেনে) সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখে বিপরীত দিকে না দেখেই রেললাইনের ওপর দিয়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় (স্টেশনের ২ নম্বর লেন) বাংলা এক্সপ্রেসের আরেকটি ট্রেনের মুখে পড়ে সানজিদ ঘটনাস্থলেই মারা যান।
গুণবতী রেলস্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসেন বলেন, সানজিদ নামে এক ছেলে কাটা পড়ে নিহত হওয়ার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নিয়ে গেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু
সিলেটে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
১ মাস আগে
চকরিয়া ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে পূর্ব বড় ভেওলায় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কক্সবাজারমুখী একটি ট্রেন চট্টগ্রাম থেকে আসছিল। এ সময় চকরিয়ার পূর্ব বড় ভেওলায় ট্রেনটি পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় অজ্ঞাত এক ব্যক্তি। তাৎক্ষণিক তার পরিচয় নিশ্চিত করতে পারেননি স্থানীয়রা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
চকরিয়ার ষ্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী জানান, তিনি নিহতের ভিডিও ক্লিপ পেয়েছেন। লোকবল না থাকায় বিষয়টি তদারকি করার সুযোগ পাননি।
কক্সবাজার আইকনিক রেল স্টেশন মাষ্টার গোলাম রাব্বানী বলেন, ‘চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। মানুষের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা গুলো ঘটছে।’
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
১ মাস আগে
সিলেটে ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় উদয়ন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জহিরুল হক নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
জহিরুল দক্ষিণ সুরমা থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন এবং দক্ষিণ সুরমার শিববাড়ি বন্দরঘাটে উস্তার মিয়ার বাসায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন: বেনাপোলে ট্রেনে কাটা পড়ে নিহত ১
নিহতের ছেলে রাজু বলেন, বাবা এশার নামাজ পড়ার জন্য শিববাড়ি আহলে সুন্নাত জামে মসজিদে যান। সেখানে নামাজ পড়ে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রেলওয়ে সিলেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম পাটোয়ারী বলেন, নামাজ শেষে বাসায় ফেরার পথে ট্রেনে কাটা পড়ে জহিরুলের মৃত্যু হয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এছাড়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়েছি বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
১ মাস আগে
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার বলুহর গ্রামের মাঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: খুলনায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত
স্থানীয়রা জানায়, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার বলুহর গ্রামের বটতলা মাঠ এলাকার ৯৯/৮ এর ১০০/০ নম্বর পিলারের কাছে অজ্ঞাত এক যুবকের খন্ডিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে।
তিনি বলেন, তবে তার নাম ও ঠিকানা জানা যায়নি। যশোর জি.আরপি. পুলিশ এলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজিযাত্রী নিহত
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ মাস আগে
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
রাজধানীর কুড়িলে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার শাহ আলমের ছেলে মাহমুদুল হাসান (৩০) ও মৌলভীবাজার সদর উপজেলার বাবুল আহমদের ছেলে তানজিম জয় (২৬)।
আরও পড়ুন: চট্টগ্রামে ওয়াগন ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, সকাল ১০টা ২০ মিনিটে ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মাহমুদুল ইসলাম মারা যান।
বেসরকারি সংস্থায় কর্মরত মাহমুদুল কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
অপরদিকে, ভোর ৫টা ২৪ মিনিটের দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় বলাকা কমিউটার ট্রেনের চাকার নিচে কাটা পড়ে মৃত্যু হয় তানজিমের।
এ দুই ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: পাবনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
৪ মাস আগে