ময়মনসিংহের নান্দাইলে পূর্ব শত্রুতার জেরে রানা আহমেদ (৩৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রবিবার দিবাগত মধ্যরাতে উপজেলার রাজগাতি ইউনিয়নের বনাটি গ্রামে এ ঘটনা ঘটে।
রানা ওই গ্রামের আবুল হাসেমের ছেলে। এ ঘটনায় জড়িতের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বনাটি গ্রামের আবুল হাসেমের সঙ্গে প্রতিবেশী বকুল গংদের বেশ কয়েক বছর ধরে বিরোধ চলছিল। রবিবার মধ্যরাতে রানা বাড়ির পাশে বসে মোবাইল চালাচ্ছিল। এ সময় প্রতিপক্ষরা পেছন দিক থেকে দা-বল্লম দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। রানার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে রানাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: দিনাজপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ২০১৯ সাল থেকে হাসেম ও বকুল গংদের মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে সেই বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, তারপরেও হত্যার বিষয়টি অনুসন্ধান চলছে। এ ঘটনায় জড়িতের অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। বাকি অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে আ. লীগ নেতাকে কুপিয়ে আহত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ