দিনাজপুরে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাবির বিরুদ্ধে ছোট ভাই রাসেল রানা বাবুকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৭ এপ্রিল) হত্যার ওই ঘটনা ঘটেছে জেলা শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লায়।
রাসেল রানা বাবু (২৪) জেলা শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা মহল্লার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল হাসান আলীর ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, বসতভিটার জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে বুধবার সকাল ৮টার দিকে ছোটভাই রাসেল রানা বাবুকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে বড় ভাই মাসুদ রানা (৪০) ও ভাবি রিমা বেগম এবং ভাতিজা ফারহান আলী রনক।
আরও পড়ুন: বগুড়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
আহত রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বিকাল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি নিচ্ছেন অভিভাবকরা। অন্যদিকে আত্মগোপন করেছেন অভিযুক্তরা।