চাঁদপুর সদরের হাণারচর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল ছাত্তার রাঢ়ীকে কুপিয়ে আহত করে পৌনে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১২ এপ্রিল) বিকালে গোবিন্দিয়া রাস্তায় হরিণা ফেরিঘাটের টোল আদায়ের টাকা নিয়ে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা শুরু
এ ঘটনায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাদী হয়ে বিল্লাল ছৈয়াল, আলী আকবর ছৈয়াল ও ইউসুফ ছৈয়ালসহ ৫ থেকে ৬ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
এ সংবাদ জেনে হাসপাতালে ভর্তি থাকা মো. আবদুল ছাত্তার রাঢ়ীকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল দেখতে যান এবং শারীরিক খোঁজ খবর নেন।
ভুক্তভোগী মো. আবদুল ছাত্তার রাঢ়ী ইউএনবিকে বলেন, এলাকায় মাদক বেচাবিক্রির প্রতিবাদ করায় ও এলাকায় আধিপত্য দেখাতেই আমার উপর এরা হামলা চালিয়েছে। এ সময় তারা আমাকে কুপিয়ে আহত করে হরিণা ফেরিঘাটের টোল আদায়ের পৌনে ২ লাখ টাকা ছিনিয়ে ছিনতাই করে নিয়ে যায়।
এছাড়া তার মাথায় ৬টি সেলাই লেগেছে বলে তিনি ইউএনবিকে জানান।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহসীন আলম ইউএনবিকে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে । তদন্ত করছেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বলেন, আমি হাসপাতালে গিয়ে চেয়ারম্যানকে দেখে এসেছি এবং তার সঙ্গে কথাও হয়েছে।
আরও পড়ুন: ধুনটে বাদীকে কুপিয়ে আহত করল ‘ধর্ষণ’ মামলার আসামিরা