মৃত নুরুন্নাহার (৪৫) যশোর শহরের চোরমারা দিঘিরপাড় এলাকায় বাসিন্দা।
শনিবার রাতে ওই নারী মারা যান বলে নিশ্চিত করেছেন বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক ডা. পলাশ কুমার পাল।
এ নিয়ে যশোরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩১ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট করোনা শনাক্ত হওয়ার পর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডা. পলাশ। শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শনিবার রাত পর্যন্ত যশোর জেলার আটটি উপজেলা থেকে মোট ১০ হাজার ২০০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে আট হাজার ৮৪৮টি। নমুনা পরীক্ষার জন্য ল্যাবে জমা আছে এক হাজার ৩৫২টি। তবে এর মধ্যে কতটি নমুনা নষ্ট হয়ে গেছে, সে হিসেব নেই স্বাস্থ্য বিভাগের কাছে।
এদিকে, যে পদ্ধতিতে নমুনা সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণ হয়, তা বিশ্বমানের নয়। এতে অনেক নমুনা নষ্ট হয়ে যায় বলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা প্রথম থেকেই বলে আসছেন।