যশোরের শার্শা উপজেলায় আফিল জুট উইভিং মিলে বুধবার রাতে ভয়াবহ আগুন লেগে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, রাতে শার্শার আফিল জুট উইভিং মিলস লিমিটেডের মেশিন এরিয়ায় আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পরে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই।
আফিল জুট উইভিং মিলস লিমিটেডের ব্যবস্থাপক (উৎপাদন) কবিরউজ্জামান বলেন, মিল চলাকালীন সময়ে মেশিনের এরিয়ায় শর্ট সার্কিটের মাধ্যমে হঠাৎ আগুন লেগে যায়। নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয়া হয়।
আগুনে প্রায় ১ কোটি ৩ লাখ ৮৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
শার্শা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ফরিদ ভুঁইয়া জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।