যশোরে বিশেষ অভিযান চালিয়ে ৫৮৫ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার জব্দ করেছে। এ সময় মো. রুবেল (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের মুড়লি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল।
আটক রুবেল কুমিল্লার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের বাসিন্দা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, রুবেলের কোমরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল স্বীকার করেছে, সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল।
বিজিবি জানান, আটক রুবেলের কাছ থেকে ৫৮৫ গ্রাম ওজনের স্বর্ণের বার ছাড়াও নগদ ৩ হাজার ৯৯৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৬ হাজার ৫২০ টাকা। মোবাইলের মূল্য ধরা হয়েছে ৩৪ হাজার টাকা। সর্বমোট জব্দ হওয়া সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা।
আটক রুবেলকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি কর্মকর্তা আরও জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক, হুন্ডি, অস্ত্র ও অন্যান্য চোরাচালানি পণ্যের বিরুদ্ধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।