যশোরের শার্শায় শুক্রবার (২৯ জুলাই) বিকালে বিস্কুট খেয়ে ১৩ বছরের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছে।
নিহত মাহিন নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদরাসার ছাত্র।
আহতদের মধ্যে মামুনুর রশিদকে (১০) আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারায়নপুর আশরাফুল মাদারীস কওমী মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আনারুল ইসলাম বলেন, ছাত্ররা দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিল। পরে বিকালে এক ছাত্রের বাড়ি থেকে দেয়া বিস্কুট খাওয়ার পরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক মাহিনকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, নিহত শিশুকে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।