মঙ্গলবার সন্ধ্যায় একটি যাত্রীবাহী ইজিবাইক তল্লাশি চালিয়ে আব্দুল ওহাবকে আটক করে বিজিবি সদস্যরা।
আটক আব্দুল ওহাব (৪০) বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
আরও পড়ুন: সিলেট বিমানবন্দরে ১৪টি সোনার বারসহ দুবাই ফেরত যাত্রী গ্রেপ্তার
বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফে ২ ‘মাদক ব্যবসায়ী’ নিহত
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্টে যশোর থেকে বেনাপোলমুখী একটি যাত্রীবাহী ইজিবাইক থামিয়ে সন্দেহভাজন যাত্রী ওহাবের শরীর তল্লাশি করা হয়।এ সময় তার প্যান্টের পকেট থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের দশটি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮০ লাখ টাকা।
আরও পড়ুন: সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে নিহত ১
আব্দুল ওহাবের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কর্নেল সেলিম রেজা।