নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান, তাহমিদুল ইসলাম ও মাহমুদুল ইসলাম সোমবার সন্ধ্যায় এই কারাদণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- শহরের নাজির শংকরপুরের কুতুব উদ্দিনের ছেলে বাহাউদ্দিন (১৮), হাসেম আলীর ছেলে আজিজুর রহমান (৪০), ধর্মতলার মৃত ওমর আলীর ছেলে আব্দুল আজিজ (৫০), মজনু বিশ্বাসের ছেলে শরিফুল (৪১), বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা গ্রামের ছবেদ আলীর ছেলে আইয়ুব আলী (৩২) এবং মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামের এখলাস শেখের ছেলে রুবেল শেখ (২৭)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন বলেন, আদালত অভিযানকালে দেখতে পান, ওই ছয় ব্যক্তি অনুমতি ছাড়াই বাংলা মদ সেবন করছেন। এ সময় তাদের আটক করে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন দিন করে কারাদণ্ড দেন তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।