যৌতুকের দাবিতে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লায় মুন্নী খাতুন (২৬) নামে এক গৃহবধূকে শনিবার গভির রাতে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত মুন্নী একই এলাকার মৃত আসগর আলীর মেয়ে ও জাহিদ শেখের স্ত্রী।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুন্নঈর শাশুড়ি ও ননদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- একই মহল্লার মৃত সোলায়মান আলীর স্ত্রী শ্বাশুড়ি মমতা খাতুন ও তার মেয়ে ননদ রুনা খাতুন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, যৌতুকের দাবিতে মুন্নী খাতুনকে তার স্বামী, শাশুড়ি ও ননদ দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিলো। শনিবার রাতেও মারধরের একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় নিহতের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলেও জানান ওসি।