এ ঘটনার পর থেকে স্বামী জিয়া মুন্সীসহ (২৫) বাড়ির সবাই পলাতক রয়েছেন।
আর পড়ুন: সিরাজগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’
উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর গ্রামে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীদের বরাতে বাবুখালী পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) এসআই ফরহাদ জানান, রায়পুর গ্রামের হারুন মুন্সীর ছেলে পেশায় কৃষি শ্রমিক জিয়া মুন্সীর সাথে চার মাস আগে পাশ্ববর্তী দাতিয়াদাহ গ্রামের আরিফ মোল্যার মেয়ে মনিরা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। এ নিয়ে শুক্রবার রাতে ঝগড়ার এক পর্যায়ে জিয়া চেরাই কাঠ দিয়ে মনিরার মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে খুলনায় নববধূকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার
মনিরার বাবা আরিফ মোল্যা জানান, তার মেয়েকে বিয়ের পর থেকে জিয়া মারধোর করতো। শুক্রবার সকালেও তাকে ফোন করে মেয়েকে বাড়ি নিয়ে যেতে বলেছিল।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, শাশুড়ি-ননদ গ্রেপ্তার
বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই বছরে ৬৭২৮টি যৌতুকের মামলা হয়েছে। বাংলাদেশে আইনত যৌতুক দেয়া ও নেয়া নিষিদ্ধ। কিন্তু তবুও বাংলাদেশের সমাজে যৌতুক খুবই স্বীকৃত একটি বিষয়। মেয়ের কোনো শারীরিক সমস্যা থাকলে, গায়ের রং চাপা হলে অথবা পাত্র বড় চাকুরে হলে তার পরিমাণ আরও বেড়ে যায়।
আরও পড়ুন: যৌতুকের দাবিতে যশোরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
ইদানীং হয়ত সেটি নেয়ার ধরন বদলেছে। শহুরে শিক্ষিত পরিবারে মেয়ের বিয়ের সময় সরাসরি অর্থের বদলে গয়না, ঘরের আসবাবপত্র, গৃহস্থালিতে ব্যবহারের নানা সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়। জামাতাকে এমনকি ফ্ল্যাট বা গাড়ি উপহার দেয়ার প্রচলনও রয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ
গ্রামীণ পরিবারে গয়না, টাকা, মোটরসাইকেল দেয়ার চল রয়েছে। তবে টাকার দাবিটাই বেশি।