শনিবার জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘আমরা শুক্রবার বিআইটিআইডি পরিদর্শনে গিয়েছিলাম। সবকিছু সন্তোষজনক আছে। এখানেই আপাতত করোনা শনাক্তের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আশা করছি আগামীকালের মধ্যেই কিট চট্টগ্রামে আসবে।’
এর আগে শুক্রবার এক সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ বলেন, ‘করোনাভাইরাস শনাক্তকরণ কিট ও অন্যান্য সরঞ্জাম আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রামে আনা হচ্ছে।’
তিনি জানান, ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) করোনা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
‘প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শুধু করোনাভাইরাস রোগী রাখা হবে। এ হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেয়া হবে। বিআইটিআইডি, রেলওয়ে হাসপাতাল ও বন্দর হাসপাতালসহ উপজেলা পর্যায়ের বেশ কিছু হাসপাতালে আইসোলেশন শয্যা প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে,’ যোগ করেন তিনি।
তবে সিভিল সার্জন বলছেন, চট্টগ্রামে আইসিইউ সংকট রয়েছে। আপাতত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ব্যবহারের চিন্তা রয়েছে। সেই সাথে বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস আতঙ্কে চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় সভাসমাবেশ বন্ধ রাখা হয়েছে।