রাজধানীর রমনা কালী মন্দির এলাকায় দুর্বৃত্তদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- কারুশিল্প বিভাগের সৌরভ সরকার (২৫) এবং ভাস্কর্য বিভাগের সুমিত (২৩)। দু’জনই ঢাবির জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী।
সৌরভকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর সুমিতকে চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাবির মেডিকেল সেন্টারে।
সিনিয়র শিক্ষার্থীরা জানান, রাতে মোটরসাইকেল নিয়ে সৌরভ, সুমিতসহ বেশ কয়েকজন ঘুরতে বের হয়েছিলেন। তখন রমনা কালী মন্দির ও লেকপাড়ের মাঝামাঝি এলাকায় কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে সৌরভ ও সুমিতকে মারধর করে তারা। এছাড়া সৌরভের পেটে ছুরিকাঘাতও করে।
বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা দু’জনকে চিকিৎসার জন্য ঢাবির মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখান থেকে রাতেই সৌরভকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সৌরভ নামে ঢাবির শিক্ষার্থীকে ভর্তি (ঢামেক হাসপাতাল) রাখা হয়েছে। তার অবস্থা গুরুতর।