রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় শুক্রবার রাতে গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
শুক্রবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার তালুকদার পাড়া ও বাবু পাড়ায় এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন।
এ বিষয়ে রাঙ্গামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবীর জানান, বাঘাইছড়ি উপজেলায় আঞ্চলিক দুটি সংগঠনের মধ্যে শুক্রবার রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় দুজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসীরা জানান, প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলির প্রচণ্ড শব্দে উপজেলাজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।