গোলাগুলি
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, অস্ত্রসহ ২ জঙ্গি গ্রেপ্তার: র্যাব
নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি-বিদেশি অস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব
রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি আস্তানা শনাক্তের পর সোমবার সকাল থেকে অভিযান শুরু করলে গুলি ছুড়ে জঙ্গিরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। দীর্ঘক্ষণ গোলাগুলির পর জঙ্গিরা গ্রেপ্তার হন।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি গুলিবিদ্ধ
র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালায়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে অভিযানে নামেন কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা।
এ সময় র্যাবের উপস্থিতিতে টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টাগুলি শুরু করে।
তিনি জানান, এক পর্যায়ে রোহিঙ্গা ক্যাম্পের আস্তানা থেকে নব্য জঙ্গি সংগঠন 'জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া'র শীর্ষ নেতা, শুরা সদস্য ও সামরিক শাখার প্রধান রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দেশি ও বিদেশি অস্ত্র ও গোলা-বারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব।
এঘটনায় বিস্তারিত জানাতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রেসব্রিফিং করার কথা জানিয়েছেন র্যাব।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার গ্রেনেড নিষ্ক্রিয়, মামলায় ৩৩ জনের নাম উল্লেখ
১২ ঘন্টায় ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে আরও ১জন খুন
উখিয়ায় বিজিবির সঙ্গে মিয়ানমারের সন্ত্রাসীদের গোলাগুলি
কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মিয়ানমারের অস্ত্রধারী নবী হোসেন গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: রেজুআমতলী সীমান্তে মিয়ানমারের ফের গোলাগুলিতে স্থানীয়রা আতঙ্কিত
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামংখালীর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ‘মিয়ানমার থেকে নারী-পুরুষ দু’জন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। এ সময় সীমান্তে বিজিবির সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে। এ অবস্থায় সন্ত্রাসী গ্রুপ নবী হোসেনের ২০-৩০ অস্ত্রধারী বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। তখন বিজিবি আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। ১০ থেকে ১৫ মিনিট উভয় পক্ষের গোলাগুলি চলে। পরে অস্ত্রধারীরা মিয়ানমারের পাহাড়ে পালিয়ে যায়।’
এদিকে বিজিবি তাদের লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, ১৭ জানুয়ারি কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি এর অধিনস্থ বালুখালী বিওপি হতে আনুমানিক ১.৫ কি. মি. দক্ষিণ দিকে এবং সীমান্ত পিলার-২০ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর-পূর্ব কোণে বাংলাদেশের অভ্যন্তরে রহমতের বিল হাজীর বাড়ী নামক এলাকায় ইয়াবা কেনাবেচাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়।
এসময় বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল নিকটাবস্থানে টহলরত থাকা অবস্থায় দ্রুত উক্ত সংঘর্ষ এলাকায় গমন করে রণকৌশলগত অবস্থান নেয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে ফায়ার শুরু করে।
উক্ত সময়ে বিজিবি টহল দল তাদের জানমাল ও সরকারী সম্পদ রক্ষার্থে কৌশলগত অবস্থানে থেকে ইয়াবা ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে ইয়াবা ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
এমতাবস্থায় বালুখালী বিওপি হতে অতি দ্রুত আর একটি টহল দল প্রতিহতরত বিজিবি সদস্যদের সঙ্গে যোগ দেয়। একই সময় পার্শ্ববর্তী ঘুমধুম বিওপি হতেও আরও একটি টহল দল পিকআপ যোগে অতি অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে বিজিবির শক্তি বৃদ্ধি করে।
বিজিবি তড়িৎ এবং সুসংহত তৎপরতায় উক্ত ইয়াবা সন্ত্রাসীরা মায়ানমারের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়।
এছাড়া ফায়ারের ঘটনায় বিজিবি টহলদলের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইয়াবা ব্যবসায়ীদের কোন সদস্য আহত/নিহত হয়েছে কি না তা জানা যায়নি।
বর্তমানে সকল বিওপি সমূহ সতর্ক অবস্থায় রয়েছে। পাশাপাশি টহল এবং গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত
মাটিরাঙ্গায় গোলাগুলিতে আহত ১, অস্ত্র ও গুলি উদ্ধার
উখিয়া ক্যাম্পে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় দুই রোহিঙ্গা নিহত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি, তবে তারা রোহিঙ্গা বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান।
রাত ১০টার দিকে বালুখালী শরণার্থী শিবিরে রোহিঙ্গা বিদ্রোহী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ) ও রোহিঙ্গা সশস্ত্র নবী হোসেন গ্রুপের সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশ সেখানে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাগুলির এক পর্যায়ে ক্যাম্পে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে এবং পুলিশও পাল্টা গুলি চালায়।
ক্যাম্পবাসীরা জানায় যে নিহতদের মধ্যে একজন ক্যাম্প-৮ এর বাসিন্দা।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য দুই গ্রুপের মধ্যে লড়াই চলছিল।
নিহত রোহিঙ্গা ও যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে তাদের শনাক্ত ও ধরার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: টেকনাফে সড়ক দুর্ঘটনায় ২ রোহিঙ্গা নিহত
কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত
কক্সবাজারে পাহাড় ধসে ২ রোহিঙ্গা নিহত
মাটিরাঙ্গায় গোলাগুলিতে আহত ১, অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তৈলাফাং নামক এলাকায় পাহাড়ি সংগঠনগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অনুপম চাকমা (৩৫) নামে একজন আহত হয়েছেন। আহত অস্ত্রধারী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসীত-গ্রুপ) সদস্য বলে জানা গেছে। মঙ্গলবার ২২ নভেম্বর রাতে মাটিরাঙ্গা উপজেলার বড়নাল ইউনিয়নের তৈলাফাং নামক এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটে।
আহত অনুপম চাকমা খাগড়াছড়ি জেলা সদরের গোলাবাড়ি ইউনিয়নের হরিনাথ পাড়ার মনু জয় চাকমার ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিজ বাসা থেকে শিশুর লাশ উদ্ধার
খবর পেয়ে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ছুটে যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বইসহ গুরুত্বপূর্ণ প্রাপ্ত নথিপত্র জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় আহত অনুপম চাকমার নামে একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠকে বিএনপির ১৫ নেতাকর্মী আটক, ককটেল উদ্ধারের দাবি
ফসলের খেত থেকে কৃষকের লাশ উদ্ধার
হাতিয়ায় দুই দস্যু গ্রুপের গোলাগুলি, অস্ত্রসহ আটক ৫
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় দুই দস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে হরণী ইউনিয়নের চরঘাসীয়া এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, ছয়টি রামদা, পাঁচটি বল্লম ও অনেকগুলো লোহার রডসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড।
আটক ব্যক্তিরা হলো- নোয়াখালী চরজব্বর থানার আটকপালিয়া গ্রামের মুরাদ উদ্দিনের ছেলে মো. হিনজু (৩৭), লক্ষ্মীপুর রামগতি উপজেলার আলেকজান্ডার চর আব্দুল্লাহ গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. হারুন (৩৭), চর গাজী গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. লিটন (৩৫), মুন্সিরহাট কালকিনি গ্রামের আব্দুল আলীর ছেলে মো. মোশারফ (৩৬), চর আব্দুল্লাহ গ্রামের ইসমাইল মাঝির ছেলে আজিম বেপারী (২৭)।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে ‘ফেসবুকে অসম্মানজনক স্ট্যাটাস’, যুবক আটক
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া এবং জেলার মূলখন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ চরঘাসিয়া। সেখানে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খোকন ও তার ভাই ফখরুল ডাকাতের সঙ্গে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খোকনকে আটক করলে চরটির দখল নেন ফখরুল।
কয়েকদিন আগে কারাগার থেকে জামিনে আসে খোকন। পরে চর নিয়ন্ত্রণে নিতে দুই ভাইয়ের মধ্যে পুনরায় বিরোধ শুরু হয়। এর জের ধরে বৃহস্পতিবার ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ফখরুল গ্রুপের কবির ও শাহারাজ নামের দুইজন নিহতের কথা শোনা গেলেও কোস্টগার্ড ও পুলিশ এ ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।
খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা চরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ পাঁচজনকে আটক করে।
হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাফিউল কিঞ্জল দুইজন নিহত হওয়ার কথা স্বীকার করেননি।
তিনি জানান, নানা মাধ্যমে দুইজন নিহত হওয়ার খবর পেয়েছেন তারা, কিন্তু লাশ তারা পাননি। পরে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ পাঁচজন দস্যুকে গ্রেপ্তার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
আরও পড়ুন: সিলেটে দুই শিশুসহ রোহিঙ্গা দম্পতি আটক
রাজশাহীতে শিশু ধর্ষণ, যুবক আটক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গোলাগুলিতে নিহত ১, আহত ৫
ক্যাপিটল হিলের অদূরে উত্তর-পূর্ব ওয়াশিংটনে সোমবার রাতে গোলাগুলিতে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান রবার্ট জে.কন্টি সাংবাদিকদের বলেছেন, আজিজ বেটস অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির খবর পাওয়া গেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কন্টি আরও বলেন, গোলাগুলির কারণ এখনো জানা জায়নি, তদন্ত চলছে। ভুক্তভোগীরা একে অপরকে চিনত কিনা তাও তদন্ত করা হচ্ছে।
কন্টি বলেছেন, পুলিশ এই ঘটনায় হতাহতের পরিচয় প্রকাশ করেনি। শুধু বলা হয়েছে, নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।
তিনি আরও বলেন, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখনো পর্যন্ত কোন সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: ওয়াশিংটনে মুদি দোকানে বন্দুক হামলায় নিহত ১
যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলিতে নিহত ৩
খাগড়াছড়িতে দু’পক্ষের গোলাগুলিতে যুবক নিহত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সোমবার সকালে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যদের মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত উত্তম কুমার ত্রিপুরা (২৫) স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে।
আরও পড়ুন: বাঁশখালীতে র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে ৫টার দিকে তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীত) এবং ইউপিডিএফ গণতান্ত্রিক কর্মীদের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত এবং দুজন আহত হন।
ওসি জানান, খবর পেয়ে জামিনীপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল করিমের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-২৩) সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ, ২২টি আগ্নেয়াস্ত্র ও ১৩টি গুলি উদ্ধার করে।
আরও পড়ুন: উখিয়ায় র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত
আহতদের মধ্যে একজন হলেন ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) কর্মী চিগন চিজি চাকমা (২৪) এবং অপরজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এদিকে, ইউপিডিএফ জেলা শাখার সংগঠক অংগ্য মারমা ঘটনার নিন্দা জানিয়েন। তার দাবি, অজ্ঞাত মুখোশধারী কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে যুবক উত্তম কুমারকে হত্যা করে।
যুক্তরাষ্ট্রে শপিংমলে গোলাগুলিতে নিহত ৩
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে রবিবার একটি শপিংমলে গোলাগুলিতে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এসময় অভিযুক্ত হামলাকারীও প্রাণ হারিয়েছেন।
গ্রিনউড পুলিশ বিভাগের প্রধান জিম আইসন বলেন, ওই ব্যক্তি একটি বন্দুক ও বেশ কয়েকটি ম্যাগাজিন নিয়ে গ্রিনউড পার্ক মলে প্রবেশ করে এবং ফুড কোর্টে গুলি চালাতে শুরু করে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাছের বার্থোলোমিউ কাউন্টির একজন ২২ বছর বয়সী সশস্ত্র ব্যক্তি যিনি বৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন করছিলেন তিনি বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।
আইসন বলেন, পুলিশ ফুড কোর্টের কাছে একটি বাথরুমে থাকা একটি সন্দেহজনক ব্যাকপ্যাক জব্দ করেছে।
ইন্ডিয়ানাপোলিস মেট্রোপলিটন পুলিশ এবং একাধিক সংস্থা তদন্তে সহায়তা করছে।
ইন্ডিয়ানাপোলিসের সহকারী পুলিশ প্রধান ক্রিস বেইলি বলেছেন, ‘আমাদের দেশে এরকম আরেকটি ঘটনার কারণে আমরা অসুস্থ হয়ে পড়েছি।’
রবিবার রাতে এলাকায় কোনো হুমকি ছিল না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ইন্ডিয়ানার গ্রিনউডের মেয়র মার্ক মায়ার্স এক বিবৃতিতে বলেছেন, এই ট্র্যাজেডি আমাদের সম্প্রদায়ের মূলে আঘাত করেছে।
পড়ুন: চীনে আকস্মিক বন্যায় ১২ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ায় বন্দুকধারীদের হামলায় ১০ ব্যবসায়ীর মৃত্যু
মানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত
মানিকগঞ্জের সিংগাইরে বুধবার দিবাগত রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
নিহত কায়সার জয়পুর হাটের পাঁচবিবি উপজেলার জয়হার এলাকার লোকমান হোসেনের ছেলে।
র্যাবের মুখপাত্র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে একটি মাইক্রোবাসে র্যাবের টহল দল সিংগাইর মহাসড়কের দিকে যাচ্ছিল। এসময় বেশ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী র্যাবের গাড়ি লক্ষ্যে করে গুলি ছুঁড়ে। পরে আত্মরক্ষায় র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় ডাকাত দলের সদস্য কাওসার আহমেদ নিহত হন। এ ঘটনায় র্যাক-৪ এর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের ঢাকার সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি রামদা, একটি চাপাতি, দুটি চাকু, একটি মানিব্যাগ, দুটি টর্চ লাইট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে র্যাব।
পড়ুন: কুমিল্লায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
বাঘাইছড়িতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে নিহত ২
ফিলাডেলফিয়ায় গোলাগুলিতে পুলিশ কর্মকর্তা ও ২ নারী গুলিবিদ্ধ
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বুধবার এক ব্যক্তির গুলিতে বেসামরিক দুজন নারী ও এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ সার্জেন্ট এরিক গ্রিপ এক সংবাদ সম্মেলনে জানান, বুধবার রাতে সেপ্টা ট্রানজিট পুলিশ অফিসারের অস্ত্রোপচার হয়। তার অবস্থা ‘সঙ্কটজনক তবে স্থিতিশীল’।
আরও পড়ুন: বড়দিনে ব্রাজিলে গোলাগুলিতে নিহত ৫
তিনি বলেন, পুলিশ কর্মকর্তা টহল দিচ্ছিল এবং সন্ধ্যা ৭টার দিকে তারা গুলির শব্দ শুনতে পেন। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগে দু'জন নারী গুলির শিকার হন। নারীরা প্রত্যেকে তলপেটে আঘাত পেয়েছিলেন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
গ্রিপ বলেন, পুলিশ কর্মকর্তা তখন ওই এলাকায় এক ব্যক্তিকে একটি হ্যান্ডগান ধরে থাকতে দেখেন। তিনি পালিয়ে যান এবং লিপার স্ট্রিটের ৪৭০০ ব্লকের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে প্রবেশ করেন। এ সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময় শুরু হয় এবং এক কর্মকর্তা আহত হন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মার্কেটে গোলাগুলিতে নিহত ১০
পুলিশ কর্মকর্তা বলেন, অফিসাররা যখন ভবনে প্রবেশ করেন তখন লোকটি দ্বিতীয় তলার জানালার কাছে সোয়াট যন্ত্রপাতির মধ্যে অচেতন অবস্থায় আছে। পরে কর্মকর্তা ব্যক্তিকে মৃত অবস্থায় পান।
ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।