বুধবার সকালে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রানা মোল্লা, মামুন মোল্লা এবং হান্নান সরদার। তারা তিনজনই সদর উপজেলার বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজবাড়ী হয়ে ফরিদপুর যাওয়ার পথে গোয়ালন্দ মোড়ে নেমে ফরিদপুরে যাওয়ার গাড়ি খুঁজছিলেন ওই নারী চিকিৎসক। কিন্তু সেখান থেকে ফরিদপুরের গাড়ী পাওয়া যাবে না উল্লেখ করে শিবরামপুর থেকে গাড়িতে উঠিয়ে দেয়ার কথা বলে ওই চিকিৎসককে নিজের অটোতে উঠায় এক অটোরিকশা চালক।এ সময় ওই অটোতে চালক ছাড়াও আরও দুই যুবক বসা ছিল।
পথিমধ্যে গোয়ালন্দ মোড়-শিবরামপুরের মাঝামাঝি নির্জন এক জায়গায় অটো দাঁড় করিয়ে চালকসহ তিনজন এবং অজ্ঞাত নামা আরও ৩/৪ জন মিলে ওই চিকিৎসককে রাস্তার পাশে নিয়ে গণধর্ষণ করে।
ওই সময় তার চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ধর্ষকরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই বছরের ২৫ ফেব্রুয়ারি ওই চিকিৎসক নিজেই বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।