ফাঁসির আদেশ
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যায় ২ জনের ফাঁসির আদেশ
কুমিল্লার মনোহরগঞ্জে শিমু আক্তার নামে দশ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার সকালে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।
এছাড়া তাদেরকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ মার্চ সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের এক কৃষকের শিশু কন্যা শিমু আক্তারকে ধর্ষণের করা হয়। ধর্ষণের বিষয়টি শিমু তার বাবাকে জানাবে বললে ধর্ষক বাচ্চু মিয়া ও আমির হামজা ক্ষুব্ধ হয়ে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।
আরও পড়ুন: চট্টগ্রামে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, একজনের ফাঁসির আদেশএ ঘটনায় নিহত শিমু আক্তারের পিতা মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় বাচ্চু মিয়া ও আমির হামজাকে গ্রেপ্তার করে আদালতের প্রেরণ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। হত্যাকাণ্ডের প্রায় ১ বছর পর ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলায় ১৬ জনের সাক্ষগ্রহন শেষে মঙ্গলবার এই রায় দেয় আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া এবং একই গ্রামের মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আমির হামজা। আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
আরও পড়ুন: তানিয়া ধর্ষণ-হত্যা: ২ জনের ফাঁসির আদেশ
চট্টগ্রামে প্রবাসীকে গলাকেটে হত্যা মামলায় ৯ জনের ফাঁসির আদেশ
১১৪২ দিন আগে
বগুড়ায় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের হরিবাসর অনুষ্ঠানে সনাতন চন্দ্র প্রামাণিক নামে এক স্বেচ্ছাসেবক খুনের মামলায় দুইজনের ফাঁসি এবং অপর তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
১৭৭৯ দিন আগে
কুমিল্লায় সেনা সদস্য হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ
কুমিল্লার নাঙ্গলকোটে সেনা সদস্য আবদুর রহমান হত্যা মামলায় সোমবার চারজনকে ফাঁসি এবং একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
১৭৮০ দিন আগে
কুমিল্লায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
কুমিল্লায় আয়েশা আক্তার নামে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে বুধবার আবদুল কাদের (৩৭) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
১৮১৩ দিন আগে
খুলনায় হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ
খুলনায় শ্রী এগ্রো লিমিটেডের কর্মী গৌতম গোবিন্দ সানা হত্যা মামলায় বৃহস্পতিবার তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
১৮৪৭ দিন আগে
বরিশালে শিশুকে ধর্ষণের পর হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড
বরিশালে আট বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ করে হত্যা এবং তার মরদেহ গুমের ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার একজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ ওরফে কালুর উপস্থিতিতি বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।
১৮৪৭ দিন আগে
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় বৃহস্পতিবার পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
১৮৯৬ দিন আগে
রিফাত হত্যাকাণ্ড: স্ত্রী মিন্নিসহ ৬ জনের ফাঁসি
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
১৯১১ দিন আগে
রাজবাড়ীতে চিকিৎসককে ‘গণধর্ষণের’ দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে এক নারী চিকিৎসককে ‘গণধর্ষণের’ দায়ে তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
১৯৩৯ দিন আগে
ঝিনাইদহে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ
ঝিনাইদহে স্ত্রী শিলা খাতুনকে হত্যার দায়ে স্বামী দিদার লস্কারকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
২১৪২ দিন আগে