রাজশাহীতে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মনিরুল ইসলাম (৩০) নামের এক যুবক। মঙ্গলবার (১৪ মে) বিকালে আমবাগানে ঝুলন্ত লাশ দেখেন স্থানীয়রা।
মনিরুল উপজেলার তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা ও আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী সাত্তারের স্ত্রী বেবী পাশের সিরাজুল ইসলামের আমবাগানে ছাগল আনতে গিয়ে একটি আমগাছে মনিরুলের লাশ ঝুলতে দেখতে পান।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
পরে তিনি বিষয়টি গ্রামবাসী ও নিহতের পরিবারকে জানান। এ ঘটনায় রাত ৯টার দিকে তানোর থানার উপপরিদর্শক (এসআই) হাসমত আলী ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে যান।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।’