মৃত শহিদুল ইসলাম (৩৬) পবা উপজেলার ভোলাবাড়ি এলাকার সব্দর আলীর ছেলে।
রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহিদুলের মৃত্যু হয়।
হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা পজেটিভ অবস্থায় গত ২ জুন শহিদুল হাসপাতালে ভর্তি হন। এ সময় তাকে ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, রাজশাহীতে এ নিয়ে করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার পর্যন্ত রাজশাহীতে এক হাজার ২৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৫ জন।
বাংলাদেশ পরিস্থিতি:
এক দিনে আরও ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নতুন করে ৩ হাজার ২০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ২০১টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২৪৫টি। এ পর্যন্ত মোট নমুনা নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩৬০টি।
নতুন ৪৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই হাজার ৯৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ২০১ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন এক লাখ ৬৫ হাজার ৬১৮ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৬ হাজার ১৪৯ জন।