রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাচার হাঁসুয়ার কোপে ভাতিজার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে উপজেলার আঁচুয়া ভাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক নাম কাওসার রকি (২৭)। তার বাবার নাম মজিবর রহমান। ঘটনার পর পালিয়েছেন তার চাচা রবিউল ইসলাম (৩০)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘কাওসার ঢাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদে বাড়ি এসেছিলেন। বিকালে পারিবারিক কলহের জেরে চাচা রবিউল ইসলামের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা রবিউল হাঁসুয়া দিয়ে কাওসারকে কুপিয়ে আহত করেন। এ সময় স্থানীয়রা তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান।’
আরও পড়ুন: চট্টগ্রামে বাস-মিনিবাস সংঘর্ষে নিহত ৫, আহত ১২
‘সেখানে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে কাওসারের মৃত্যু হয়। তখন পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে যান।’
ওসি বলেন, ‘ঘটনার পর পালিয়েছেন চাচা রবিউল ইসলাম। তাকে আটকের চেষ্টা চলছে।’