নৌকার প্রার্থী শহীদুজ্জামান শাহীদের সমর্থক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান ও তার ভাগ্নে সরকার দলীয় আরিফ হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী এবং বর্তমান মেয়র মুক্তার আলীর সমর্থকদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নুরনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, হামলাকারীরা আড়ানী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করছেন। হামলার শিকার বজলুর রহমান অন্য এক কাউন্সিলর প্রার্থীকে সমর্থন করেন।
চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় ভোট ১৪ ফেব্রুয়ারি
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘হামলার শিকার ব্যক্তিরা ও হামলাকারীরা আপন চাচাত ভাই। তারা একে অপরকে সমর্থন করে শুনেছি। তবে ঘটনা জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।’
বজলুর রহমানের দাবি, নৌকার পক্ষে নির্বাচন করায় তার চাচাত ভাইয়েরা ক্ষিপ্ত।
এর আগে আড়ানী পৌর নির্বাচনে বুধবার রাত সাড়ে ৯টায় আড়ানী পৌরবাজারের তালতলা এলাকায় আওয়ামী লীগের প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ইভিএম মেশিন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ