কুপিয়ে জখম
গরু চুরি করে নিতে না পারায় গরুকে কুপিয়ে জখম, হাতবোমা বিস্ফোরণ
মেহেরপুরে গরু চুরি করে নিতে না পারায় ধারালো অস্ত্র দিয়ে গরুটিকে কুপিয়ে জখম করে পথের ধারে ফেলে রেখে গেছে চোরের দল।
যাওয়ার সময় পাশেই দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা।
আরও পড়ুন: নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে পিটিয়ে জখম করেছে দৃর্বৃত্তরা
সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-নওপাড়া সড়কের ধলার মাঠে ঘটনাটি ঘটে।
স্থানীয় কাথুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আজমাইন হোসেন টুটুল বলেন, সোমবার ভোরে আনুমানিক সাড়ে ৪টার দিকে বিকট শব্দ শুনে লোকজন মাঠের দিকে গিয়ে দেথে বড় সাইজের ক্ষত-বিক্ষত একটি গরু রাস্তার পাশে পড়ে আছে।
পরে গরুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গ্রামের লোকজন লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এনে প্রাথমিক চিকিৎসা দেয়।
আরও পড়ুন: সাভারে পূর্ব শক্রতার জেরে ৪ জনকে পিটিয়ে জখম
৬ মাস আগে
নড়াইলের ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৪ দিন পর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হুমায়ুন ঠাকুর নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার চার দিন পর তার মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যবসায়ী মারা যান।
আরও পড়ুন: মানিকগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
নিহত হুমায়ুন ঠাকুর উপজেলার পৌরসভার কচুবাড়িয়া গ্রামের মৃত মো. নিরু মিয়া ঠাকুরের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, গত মঙ্গলবার (৫ মার্চ) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।
এ ঘটনার পরের দিন থানায় একটি মারামারি মামলা হয়। দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এই ঘটনায় হায়াতুর শেখ ও হামীম শেখ নামে দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
আরও পড়ুন: লালমনিরহাটে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ
নাটোরে গাছের ডাল মাথায় পড়ে শিশুর মৃত্যু
৭ মাস আগে
নাটোরে জেলা আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
নাটোর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর নান্নু শেখকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ মে) বিকালে শহরের ভবানীগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নান্নু শেখ শহরের ভবানীগঞ্জ মুক্তিযোদ্ধা ভবনের সামনের একটি তরমুজের দোকানে বসেছিলেন। এসময় একদল দুর্বৃত্ত সেখানে চড়াও হয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: কালিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের দ্রুত আটকের দাবি জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের চিহ্নিত করে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন: ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম
ববিতে হলে ঢুকে শিক্ষার্থীকে কুপিয়ে জখম: আটক ৪
১ বছর আগে
কালিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম
আধিপত্য বিস্তার ও নির্বাচনি বিরোধকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলার একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
এ সময় তার বাম হাতের একাধিক আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে পা ভেঙে দেয়া হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আরও পড়ুন: যশোরে আইনজীবীসহ ৩ জনকে কুপিয়ে জখম
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত এনামুল হক এনা পুরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
অপরদিকে, এ ঘটনার পরপরই প্রতিপক্ষ গ্রুপের নেতা খাইরুল ইসলামের বাড়িতে হামলা করে আসবাপত্র ভাঙচুর ও লুটপাট চালায় আহত এনা গ্রুপের লোকজন।
এছাড়া বিকাল চারটার দিকে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের হাড়িয়ারঘোপ এলাকা থেকে হিমু শেখ (৪০) নামে প্রতিপক্ষের এক যুবক কুপিয়ে আহত করে এনা মেম্বারের ক্যাডার সোহেলের নেতৃত্বে অপর একদল দুর্বৃত্ত।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কালিয়া উপজেলা বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক এনার সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল পুরুলিয়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার তমজিদ শেখ,সহকারী ভূমি কর্মকর্তা খাইরুল ইসলাম ও সাফু শেখের।
গত বছর ওই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচনে এনার নিকট সাফু শেখ হেরে যাওয়ায় দু’গ্রুপের বিরোধ বড় আকার ধারণ করে। এরই জের ধরে রবিবার দুপুরে যোহরের নামাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য এনামুল হক এনা। প্রতিপক্ষ গ্রুপের নেতা তমজিদ শেখের বাড়ির কাছাকাছি এলে সাফু শেখ, টিপু শেখ, লেলিন শেখ, জাহাঙ্গীর শেখ, রিপন শেখ, লায়েক শেখ ও সাহিদুল শেখসহ একদল দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
এ সময় তাঁর বাম হাতের আঙ্গুল কেটে বিচ্ছিন্ন করে এবং পা ভেঙ্গে দেয় প্রতিপক্ষরা। ইউপি সদস্য এনার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত ইউপি সদস্যকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনার পরপরই প্রতিপক্ষ গ্রুপের নেতা সহকারী ভূমি কর্মকর্তা খাইরুল ইসলামের বাড়িতে হামলা করে দামি আসবাপত্র ভাঙচুর ও লুটপাট চালায় এবং হিমু শেখ (৪০) নামে প্রতিপক্ষের এক যুবক কুপিয়ে আহত করে ইউপি সদস্য এনা গ্রুপের লোকজন।
আহত ইউপি সদস্য এনামুল হক এনার ছোট ভাই আজিজুর ইসলাম অভিযোগ করে বলেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে; নৃশংসভাবে কোপানো হয়েছে।
যারা এ কাজ করেছে, তাদের বিচার চাই আমরা।
এ প্রসঙ্গে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার কারণে ইউপি সদস্যের ওপর হামলা হতে পারে।
আহত ব্যক্তিদের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে লিখিত অভিযোগ দিতে পারেন।
এছাড়া তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর পাওয়ার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে কেন্দ্রের সামনে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক
১ বছর আগে
খুলনায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান জাকির গাজীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার রোয়ালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শরীয়তপুরে কৃষককে কুপিয়ে জখম
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির গাজী তার মাছ ঘেরের ডিজেলের টাকা পরিশোধ করে আড়ুয়াঘাট এলাকা থেকে ফিরছিলেন। পথে রোয়ালিয়ারচর প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তারা রড, হাতুড়ি দিয়ে জাকির গাজীর শরীরে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, দুর্বত্তদের হামলায় গাজী জাকিরের দুহাত, দুপা ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন অংশে জখমের আঘাত রয়েছে।
আরও পড়ুন: মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে কুপিয়ে জখম
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ চৌধূরী জানান, বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির গাজীর ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
২ বছর আগে
শরীয়তপুরে কৃষককে কুপিয়ে জখম
আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুর সদরে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টুংচর নতুন রাস্তায় এই হামলার ঘটনা ঘটে।
আহত আলী হোসেন সরদার (৫৫) উপজেলার মজুমদার কান্দী গ্রামের মৃত নোয়াব আলী সরদারের ছেলে। তিনি সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আসন্ন চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাস্টার হারুন অর রশিদ হাওলাদারের সমর্থক।
স্থানীয়রা জানায়, চিতলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম হাওলাদার এবং সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মাস্টার হারুন অর রশিদ হাওলাদারের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
আরও পড়ুন: মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে কুপিয়ে জখম
৩ মে মজুমদার কান্দী গ্রামে এই দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আব্দুস সালাম হাওলাদারের সমর্থক কুদ্দুছ বেপারী নিহত হন। ওই ঘটনায় আলী হোসেন সরদারকে কুদ্দুস বেপারী হত্যার আসামি করা হয়। এদিকে ঘটনার পর নিজ বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী টুংচর এলাকায় গিয়ে থাকতে শুরু করেন আলী হোসেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে আলী হোসেন সরদারকে ধরে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় প্রতিপক্ষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুস সালাম হাওলাদারের মোবাইল ফোনে একাধিক বার কল করেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুন: বাগেরহাটে এসআইকে কুপিয়ে জখম
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, চিতলিয়ায় আলী হোসেন সরদার নামে এক লোকের ওপর হামলা হয়েছে এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
২ বছর আগে
ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
খুলনার কয়রায় সাবেক ছাত্রলীগ নেতা মিলনকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় শুক্রবার ছাত্রদলের নেতাসহ দুজনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মিলনের কম্পিউটার চুরিকে কেন্দ্র করে বিচার মীমাংসা শেষে কয়রা থেকে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর বেদকাশি ইউনিয়নের বড়বাড়ি নাম স্থানে পৌঁছালে দক্ষিণ বেদকাশি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে আট জন মিলে মিলনকে কুপিয়ে জখম করে।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
এ সময় জ্ঞান হারায় মিলন। তাকে মৃত ভেবে বস্তাবন্দি করে মোটরসাইকেলে করে তরিকুল ইসলাম ও রাশেদ খান কয়রার দিকে নিয়ে যাচ্ছিল। হঠাৎ মিলনের জ্ঞান ফিরে এলে চিৎকার শুরু করে। মুহূর্তেই স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাদের মধ্যে তরিকুলকে আটক করে এবং বস্তাবন্দি মিলনকে উদ্ধার করে।
পরে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসে তরিকুলকে আটক করে এবং মিলনকে কয়রার জায়গীরমহল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরবর্তীতে রাশেদ খানকেও আটক করে পুলিশ।
ওসি এবিএমএস দোহা জানান, এ ঘটনায় ভিকটিম মিলনের মা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ মামলায় দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এদিকে, গ্রেপ্তার ছাত্রদলের নেতা বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী বলেন, তরিকুল দলীয় কর্মকাণ্ডে নিস্ক্রীয়। ইতোমধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সতর্ক করা হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
এছাড়া অনুরূপ কথা বলেন কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ।
২ বছর আগে
বাগেরহাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নিহত ১
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার গাংনী ইউনিয়নের পূর্ব দারিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কামাল মোল্যা (৩৫) একই গ্রামের মান্নান মোল্যার ছেলে। এছাড়া আহতরা হলেন- শফিক মোল্যা (৩৫) ও হাসান মোল্যা (৫০)।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, বাড়ির সীমানা নিয়ে পূর্ব দারিয়ালা গ্রামের কামাল মোল্যার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সুলতান মোল্যার ছেলেদের বিরোধ চলে আসছে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকালে কামাল মোল্যার সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা কামাল মোল্যাকে ধারালো অস্ত্র ও বল্লম দিয়ে কুপিয়ে জখম করে। ঠেকাতে এলে তারা কামালের দুই চাচাতো ভাইকেও কুপিয়ে জখম করে।
আরও পড়ুন: নরসিংদীতে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ৫
ওসি আরও জানান, আহত অবস্থায় তাদের তিন ভাইকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামাল মোল্যাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
২ বছর আগে
মোবাইলে গেম খেলা নিয়ে দ্বন্দ্ব, কিশোরকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা পৌর এলাকায় মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে কুপিয়ে জখম করার অভিযোগে উঠেছে অপর কিশোরের বিরুদ্ধে। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ছাগল উন্নয়ন খামারের এলাকায় এই ঘটনা ঘটে।
আহত জিসান আহমেদ (১৭) চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: মসজিদের সামনে গান, বন্ধ করতে বলায় সভাপতিকে কুপিয়ে জখম
পুলিশ জানায়, শুক্রবার বিকালে জিসানসহ কয়েকজন কিশোর মোবাইলে ফ্রি-ফায়ার (গেমস) খেলছিল। এ সময় তাদের মধ্যে খেলাকে কেন্দ্র করে জিসানের সাথে কয়েকজন কিশোরের কথা কাটাকাটি হয়। পরে এর কিছুক্ষণ পর ছাগল উন্নয়ন খামার সংলগ্ন এলাকায় কিশোর জিসানকে একা পেয়ে প্রতিপক্ষ কিশোর ইকবাল ও বিপ্লব ধারালো অস্ত্র দিয়ে জিসানের মাথায় কোপ দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জিসানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন বলেন, কিশোর জিসানের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনায় কলেজ অধ্যক্ষকে কুপিয়ে জখম
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে কিশোরদের দু’পক্ষের মধ্যে বিরোধ হয়। এতে এক কিশোরকে কুপিয়েছে আরও দুই কিশোর বলে জেনেছি। এখনও অভিযোগ পাইনি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
২ বছর আগে
জমি নিয়ে বিরোধ: বাগেরহাটে কৃষককে কুপিয়ে জখম
বাগেরহাটের শরণখোলায় জমি সংক্রান্ত বিরোধে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ গেছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের চার রাস্তার মোড় থেকে বাড়ি ফেরার পথে ওই কৃষক হামলার শিকার হন।
আহত সুমন হালাদার (৩৫) উপজেলার উত্তর তাফাল বাড়ি গ্রামের আব্দুল হাওলাদারের ছেলে। তিনি পেশায় কৃষক।
আরও পড়ুন: মসজিদের সামনে গান, বন্ধ করতে বলায় সভাপতিকে কুপিয়ে জখম
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাদিয়া নওরীন তাসনোভা জানান, রক্তাক্ত অবস্থায় সুমন হাওলাদারকে চিকিৎসার জন্য তার স্বজনরা শনিবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার দুই হাত এবং বাম পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: গোয়ালন্দে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম: আ’লীগ নেতা আটক
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সুমন হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাইয়ের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে ওই বিরোধের জের ধরে তার হাত ও পা কুপিয়ে জখম করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং যারা ঘটনা ঘটিয়েছে তাদের ধরতে রাত থেকে পুলিশ অভিযান চালাচ্ছে।
তবে রবিবার সকাল ১০টায় পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ওসি জানান।
২ বছর আগে