আওয়ামী লীগ প্রার্থী
খুলনার ৩৪ ইউপির ২১টিতে নৌকার প্রার্থী জয়ী
খুলনার পাঁচ উপজেলার ৩৪ ইউনিয়নের মধ্যে ২১টিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি আটটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া একটি ইউনিয়নে চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত রয়েছে।
রিটার্নিং কর্মকর্তা সূত্র জানায়, কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে আওয়ামী লীগের জিয়াউর রহমান, বাগালী ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুস সামাদ গাজী, মহেশ্বরীপুর ইউনিয়নে আওয়ামী লীগের শাহনেওয়াজ শিকারী, মহারাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুল্লাহ আল মাহমুদ, উত্তর বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের মো. নুরুল ইসলাম সরদার, দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আছের আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ইউপি নির্বাচন: বাগেরহাটে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ
দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ, দাকোপ সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিনয় কৃষ্ণ রায়, কৈলাশগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের মিহির মন্ডল, সুতারখালী ইউনিয়নে আওয়ামী লীগের মাসুম আলী ফকির, কামারখোলা ইউনিয়নে আওয়ামী লীগের পঞ্চানন কুমার মন্ডল, তিলডাঙ্গা ইউনিয়নে স্বতন্ত্র জালাল উদ্দিন গাজী, বাজুয়াইউনিয়নে আওয়ামী লীগের মানস কুমার রায়, বানিশান্তা ইউনিয়নে আওয়ামী লীগের সুদেব কুমার রায় নির্বাচিত হয়েছেন। এর আগে দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নে আওয়ামী লীগের শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নে স্বতন্ত্র আসলাম হালদার, বালিয়াডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শেখ মো. আসাবুর রহমান, আমীরপুর ইউনিয়নে আওয়ামী লীগের জি এম মিলন নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: মোংলায় নির্বাচনী সহিংসতায় নারী নিহত, আহত ৪
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. মফিজুল ইসলাম, বারাকপুর ইউনিয়নে আওয়ামী লীগের গাজী জাকির হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. হায়দার আলী মোড়ল, সেনহাটী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জিয়া গাজী, আড়ংঘাটা ইউনিয়নে স্বতন্ত্রপ্রার্থী এস এম ফরিদ আকতার, যোগীপোল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. সাজ্জাদুর রহমান লিংকন নির্বাচিত হয়েছেন।
পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবদুল মান্নান গাজী, রাড়লী ইউনিয়নে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আবদুস সালাম, গদাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের শেখ জিয়াদুল ইসলাম জিয়া, চাঁদখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী শাহজাদা মো. আবু ইলিয়াস, দেলুটি ইউনিয়নে আওয়ামী লীগের রিপন কুমার মন্ডল, লতা ইউনিয়নে আওয়ামী লীগের কাজল কান্তি বিশ্বাস, লস্কর ইউনিয়নে আওয়ামী লীগের কে এম আরিফুজ্জামান, কপিলমুনি ইউনিয়নে আওয়ামী লীগের মো. কওছার আলী জোয়াদ্দার নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: বাগেরহাটের ৬৫ ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
কয়রা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হযরত আলী জানান, ব্যালট পেপার ছিনিয়ে নেয়ায় কয়রা সদর ইউনিয়নের ৪ নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয় হলে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
১৩০০ দিন আগে
রাজশাহীতে নৌকার দুই সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে।
১৫৪৯ দিন আগে
ফরিদপুর জেলা পরিষদ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন শামসুল হক
ফরিদপুর জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার।
১৬৫৭ দিন আগে
‘সুস্থ, সচল, আধুনিক’ ঢাকা গড়ার প্রতিশ্রুতি আতিকুলের
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম পুনরায় নির্বাচিত হলে ‘সুস্থ, সচল ও আধুনিক’ শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
১৯০৪ দিন আগে
নির্বাচিত হলে প্রথম কাজ হবে-কালুরঘাট নতুন সেতু নির্মাণ: মোছলেম
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বৃহস্পতিবার বলেছেন, তিনি নির্বাচিত হলে তার প্রথম ও প্রধান কাজ হবে- কালুরঘাট নতুন সেতু দৃশ্যমান করা।
১৯৩৫ দিন আগে
নবীনগর পৌরসভায় মেয়র পদে আ’লীগ প্রার্থীর জয়
ব্রাহ্মণবাড়িয়া, ১৫ অক্টোবর (ইউএনবি)- নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শিব শংকর দাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
২০০৭ দিন আগে