বাঘা উপজেলার একটি বাড়িতে ২৪টি বিষধর গোখরা সাপ পাওয়া গেছে।
বৃহস্পতিবার উপজেলার হামিদকুড়া গ্রামের খবির উদ্দিনের বাড়ির গোয়ালঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
খবির উদ্দিন জানান, সকালে গোয়ালঘরে গরুকে খাদ্য দিতে যান। এ সময় একটি সাপের খোলস দেখতে পান। তারপর গোয়ালঘরের এক কোনায় ইঁদুরের গর্ত দেখে তার সন্দেহ হয়। পরে ছেলে একরাম আলীকে সাথে নিয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করেন। এক পর্যায়ে ওই গর্ত থেকে এক এক করে ২৪টি সাপ উদ্ধার করা হয়। সাপগুলো প্রায় দুই থেকে আড়াই ফুট লম্বা।
এ সাপ দেখার জন্য এলাকার মানুষ খবির উদ্দিনের বাড়িতে ভিড় করতে থাকে। পরে সাপগুলো মেরে বাড়ির পাশে ঝোপের মধ্যে গর্ত করে পুতে রাখা হয়।
আড়ানী পৌরসভার কাউন্সিলর আবদুল আওয়াল বলেন, ‘খবির উদ্দিনের বাড়িতে ২৪টি বিষধর সাপ পাওয়া গেছে বলে শুনেছি।’