হঠাৎ অটোরিকশা বন্ধ করে জনগণকে জিম্মি করে ভাড়া আদায় করা হচ্ছে। এই নৈরাজ্য থেকে মুক্তি পেতে অবশেষে সোমবার সকাল থেকে রাজশাহী নগরীতে নামানো হয়েছে ইন্টার সিটিবাস। অল্পপরিসরে সাধারণ যাত্রী এসব বাসে করে বিভিন্ন গন্তব্যে পৌঁছাচ্ছে।
ভাড়া বৃদ্ধির দাবিতে রবিবার সকাল থেকে রাজশাহী মহানগরীতে হঠাৎ করে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে চালক-মালিকদের একাংশ। ফলে চরম ভোগান্তিতে পড়েছে শহরের বাসিন্দা ও শিক্ষার্থীসহ লাখো মানুষ।
আরও পড়ুন: রাজশাহীতে শিয়ালের কামড়ে ১৮ কৃষক আহত
এই সুযোগে কিছু অটোচালক ও চার্জার চালিত রিকশা চালকদের বিরুদ্ধে বেশি ভাড়া আদায় করে নেয়ার অভিযোগ উঠে। এ নিয়ে দিনভর নগরীতে বিভিন্ন জায়গায় হট্টগোলও দেখা দেয়।
রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর বলেন, গত দুদিন থেকে অটোরিকশা চালক-মালিকরা চলাচল বন্ধ করে দিলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বিপদে পড়ে। এছাড়াও অটোচালকদের জিম্মিদশা থেকে জনগণকে উদ্ধার করতে নগরীর বিভিন্ন পয়েন্টে প্রাথমিক অবস্থায় ৩০টি বাস চলাচল করছে। সোমবার বিকাল থেকে নিয়মিত যাতায়াত শুরু করেছে।
রাসিক মেয়রের সঙ্গে আলোচনা করে সিটিং সার্ভিস বাস নামানো হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত নিজেদের উদ্যোগে এই সার্ভিস চালু করা হচ্ছে পরবর্তিতে এসব চিন্তা ভাবনা করা হবে বলে জানান।
ভাড়া আদায় ও শিক্ষার্থীদের জন্য কোন ছাড় রাখা হয়েছে কিনা এসব বিষয়ে তিনি বলেন, এখনও ভাড়া নির্ধারণ করা হয়নি। শহরের মধ্যে ৫ টাকা ১০ টাকা ভাড়া এভাবেই চলবে।
তবে কেবল মাত্র শুরুর পরে এসব বিষয়ে চিন্তা ভাবনা করা হবে বলে তিনি জানান।