গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে দুই জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
শনিবার র্যাব-৮ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন নুরুল ইসলাম অভি (২০) ও আবদুল্লাহ আল মামুন (৩২)। অভি উবারে রাইড শেয়ার এবং মামুন বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষকতা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকা থেকে অভি ও কুমিল্লা জেলার মুরাদনগর থেকে মামুনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করতেন।
এছাড়া বিভিন্ন সময় গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদেও তাদের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্ট থাকার তথ্য পাওয়া গেছে বলে জানায় র্যাব।