সদর হাসপতালের সাধারণ ওয়ার্ডে করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় তার সংস্পর্শে আসা তিনজন চিকিৎসক, নার্স ও স্টাফসহ ২০ জনকে সোমবার হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার জানান, ওয়ার্ডের দ্বিতীয় তলায় থাকা রোগীদের হোম কোয়ারেন্টাইনে এবং অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ওয়ার্ডটি জীবাণুমুক্ত করে আবার খোলা হবে।
জেলায় নতুন করে চারজনসহ মোট ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ১২ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে আসা এক পোশাক শ্রমিক জেলায় প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছিলেন।