কুমিল্লার লাকসামে পূর্ব শত্রুতার জেরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহমেদ রাশেদসহ ১০ জনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এছাড়া আহতদের বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার রামারবাগ গ্রামে স্থানীয় ইউপি মেম্বার আনোয়ার হোসেন ও তার কর্মীবাহিনী পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
আহত অন্যরা হলেন- জসিম উদ্দিন, সাইফুল ইসলাম টুটুল, মানিক হোসেন, আবদুল আউয়াল, আলামিন হোসেন, রফিকুল ইসলাম, তারেক মাহমুদ রনি, আজাদ হোসেন ও সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানায়, রামারবাগ ৬নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন সাধারণ মানুষের ওপর হামলা ও মামলা দিয়ে হয়রানি করে আসছেন। ছাত্রলীগের সভাপতি রাশেদ আহম্মদ রাশেদ প্রতিবাদ করায় তাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।