লালমনিরহাটে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীতের কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সব বয়সের মানুষ তাদের চাহিদামতো সেসব দোকান থেকে শীতের কাপড় কিনছেন।
লামনিরহাটের গোশালা বাজার, আদিতমারীর বুড়ির বাজার, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারসহ বিভিন্ন বাজার ঘুরে ইউএনবির লালমনিরহাট প্রতিনিধি দেখতে পান, চরাঞ্চল এবং বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা নারী-পুরুষ ও শিশুরা ভিড় করছেন ফুটপাতে বসা কম দামের কাপড়ের দোকানগুলোতে। এই শীতে প্রতিদিন সকাল থেকে রাত ১১টা পর্যন্ত কেনাবেচা চলছে এসব দোকানে।
বুড়িমার-লালমনিরহাট মহাসড়কের পাশে তুষভান্ডার বাজার সড়কের দুই পাশে বসেছে নতুন ও পুরনো কাপড়ের হাট। শীত থেকে রেহাই পেতে নারী-পুরুষ ও শিশুসহ সকলেই কিনছেন শীতের কাপড়। তবে এসব ক্রেতা বেশির ভাগই নিম্ন ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষ। দেখে-শুনে কম দামের নতুন এবং পুরনো কাপড় কিনছেন।
আরও পড়ুন: শীতে সীমাহীন কষ্টে লালমনিরহাটের মানুষ, দেখা নেই সূর্যের