নেত্রকোনার আটপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
আটপাড়া উপজেলার টেঙ্গা গ্রামে শুক্রবার রাতের কোনো এক সময়ে খাইরুল ইসলাম ও জহিরুল ইসলামের তিনটি পুকুরে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটে।
তারা জানান, আট পুকুরে রুই, কাতলা, মহাশোল, পাবদা, শিং ও মাগুরসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন তারা। এর মধ্যে তিনটি পুকুরে রাতে কে বা কারা বিষ প্রয়োগ করায় সব মাছ মরে ভেসে উঠেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
এদিকে, স্থানীয়রা জানান যে খাইরুল ও জহিরুলের মাছ চাষ দেখে গ্রামের অনেক বেকার যুবক একই উদ্যোগ নিয়েছিল। কিন্তু এ ঘটনায় তারা আতঙ্কে রয়েছেন। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’