শরীয়তপুরের নড়িয়ার পদ্মায় বাল্কহেড ডুবে যাওয়ার ৪০ ঘণ্টা পরে নিখোঁজ দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে বেসরকারি উদ্ধারকারী প্রতিষ্ঠান।
পিরোজপুর জেলার বেসরকারি ডুবড়ি দল অনুসন্ধান অক্সিজেন বোর্ড নামের ডুবুরি দলের সদস্যরা লাশ দুটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরের পর থেকে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় বিকাল ৪টার দিকে পানির ১৩০ ফুট গভীরে তলিয়ে থাকা বাল্কহেডের কেবিন থেকে নিখোঁজ শ্রমিক আল-আমীন ও আরিফের লাশ তুলে আনেন ডুবুরি দল।
এর আগে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল সরকারিভাবে ২ দিনে ১৮ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ডুবে যাওয়া বাল্কহেডের সন্ধান পেলেও লাশের সন্ধান করতে পারেনি। তারা তাদের উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করার পরে নিখোঁজ শ্রমিকদের স্বজনরা ও প্রকল্পের শ্রমিকরা পিরোজপুরের এই ডুবুরি দলকে নিজ খরচে এনে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
বেসরকারি এই ডুবুরি দল তিন ঘণ্টার প্রচেষ্টায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়।
পরে নৌ পুলিশ এসে লাশের সুরতহাল তৈরি করেন। উপজেলা প্রশাসন পরে স্বজনদের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করেন।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবারকে সরকারি বিধি মোতাবেক সহায়তা দেওয়া হবে।
আরও পড়ুন: রূপসায় ১৩ যাত্রীসহ নৌকাডুবি