রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে পিসিআর ল্যাবের উদ্বোধন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ত্রাণ সমন্বয়ে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব মো. আবদুল মান্নান।
মেডিকেল কলেজের চতুর্থ তলায় মাইক্রোবায়োলজি বিভাগে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন শেষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
উদ্বোধনের পরে এতে ৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। আরটি-পিসিআর ল্যাব চালু হওয়ায় এখন থেকে কিশোরগঞ্জেই করোনা পরীক্ষা করা যাবে। ল্যাবটিতে প্রতিদিন কমপক্ষে ১০০ জনের করোনা পরীক্ষা করা যাবে এবং প্রয়োজনে শিফট বাড়িয়ে পরীক্ষার সংখ্যা দ্বিগুণ বা তিনগুণও করা যাবে।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. সজল কুমার সবাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আজিজুল হকসহ মেডিকেল কলেজ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
করোনার অন্যতম হটস্পট হিসেবে ঘোষণা করা কিশোরগঞ্জে এ পর্যন্ত ৩২৩ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১০ জন।