পিসিআর ল্যাব
ফরিদপুরে করোনায় ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনা আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা মহামারিতে মোট মৃত্যু হয়েছে ৫৪৭ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৯৪ জন।
মঙ্গলবার ফরিদপুর জেলা সির্ভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তি বলেন, জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র্যাপিড এন্টিজেন টেস্ট করানো হয়েছে ২৬৭ জনের। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ২০ শতাংশ।
আরও পড়ুন: করোনার মধ্যেও দেশের রেমিট্যান্স খাত ঊর্ধ্বগতিতে আছে: স্বাস্থ্যমন্ত্রী
এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৩৫৯ এ। জেলায় সুস্থ হয়েছেন ২৩ হাজার আট জন।
ছিদ্দীকুর রহমান আরও জানান, গত কয়েকদিন ধরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর শনাক্তের হার। মঙ্গলবার পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছে ২১২ রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছে আরও ৩৪ জন।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শহর ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ বিষয়ে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে আমরা স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পূর্বের ন্যায় মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্বে থেকে প্রার্থনা করতে বলা হয়েছে।
আরও পড়ুন: করোনা সংক্রমণের হার নিম্নমুখী: স্বাস্থ্য অধিদপ্তর
২ বছর আগে
চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর ল্যাব চালু
কোভিড-১৯ শনাক্ত করার লক্ষ্যে অবশেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো পিসিআর ল্যাব। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালুর ৩ মাস পর সোমবার থেকে চট্টগ্রামে বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনা পরীক্ষার এই কার্যক্রম।
নবনির্মিত ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)অধ্যাপক ডা.আহমেদুল কবীর। এর আগে,গত ২৯ ডিসেম্বর থেকে বিমানবন্দরে স্থাপন করা এই ল্যাবে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়।এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীরা কোনো ফি ছাড়াই করোনা পরীক্ষা করাতে পারবেন এখানে।
আরও পড়ুন: শনিবারের মধ্যে বিমানবন্দরের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরুবিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর জানান, সোমবার থেকে চট্টগ্রাম বিমানবন্দরে নবনির্মিত ল্যাবে সংযুক্ত আরব আমিরাতগামী সকল যাত্রীরা কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে যাত্রীকে পাসপোর্ট, টিকেট, কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সনদ এবং ভিসার ফটোকপিসহ যাত্রার ন্যূনতম ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে ল্যাবে স্যাম্পল প্রদান করতে হবে।তিনি আরও বলেন, করোনা পরীক্ষার জন্য ল্যাবে কোনো ফি দিতে হবে না। পিসিআর ল্যাবের কার্যক্রম সমন্বয়, তদারকি এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: করোনার সংক্রমণ বাড়লে লকডাউন দেয়া হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী
২ বছর আগে
শনিবারের মধ্যে বিমানবন্দরের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু
আগামী শনিবারের মধ্যেই বিদেশগামীরা বিমানবন্দরের পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষা করে বিদেশে যেতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট করতে আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংকালে তিনি এই তথ্য জানান।
আরও পড়ুন: দেশের ৩ আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর পরীক্ষা হবে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুততম সময়ে করবার জন্য আমি নিজে গত পরশু এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। ইতোমধ্যেই বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে আগামী পরশু, শনিবারের মধ্যেই বিদেশগামী দেশের মানুষজন এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশে যেতে পারবেন।’ল্যাবের সংখ্যা কত ও দৈনিক কতজন মানুষ এই ল্যাবগুলোতে পরীক্ষা করতে পারবেন এরকম একটি প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘এখানে মোট ছয়টি ল্যাবের মাধ্যমে ১২ টি মেশিন বসানো হবে। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রততম সময়ে পরীক্ষার জন্য র্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।’
আরও পড়ুন: ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা পাবে ফাইজার-মডার্নার টিকাব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকসহ অন্যান্য ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩ বছর আগে
ফরিদপুরে করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১২ জন মারা গেছেন। এসময়ে নতুন শনাক্ত হয়েছেন ১৯৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, ফরিদপুর পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭০টি। এর মধ্যে শনাক্ত হয়েছে ১৯৪। আক্রান্তের হার ৫২.৪৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৬২২ জন, সুস্থ হয়েছে ১১ হাজার ৪৬৭ জন।
আরও পড়ুন: একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্তেও রেকর্ড
এদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ১২ ব্যক্তির মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়ে দুই এবং উপসর্গ নিয়ে ১০ জন মারা যান।
আরও পড়ুন: টিকা পরীক্ষার বানর ধরতে গিয়ে ‘লাঞ্ছিত’ পাঁচ!
মৃতদের মধ্যে ফরিদপুরের নাজমা (৪০), মনোয়ারা বেগম (৫৫), শাজাহান (৭১), সিদ্দিক (৪৫), শাজাহান (৮০), রওশন আলী (৮৫) ও দেলোয়ার হোসেন (৬০), মাদারীপুরের শামসুন্নাহার (৭০) ও হরবিলাস (৩৮), রাজবাড়ীর রেজাউল হাসান (৪৫) ও মজিবুর রহমান (৫৯) এবং ঝিনাইদাহের হিমলা বিশ্বাস (৭৯)।
আরও পড়ুন: সরকারি নির্দেশনা অমান্য করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়র আতিকের
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছে ১৫ জন এবং করোনা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছে ২৬৯ জন।
৩ বছর আগে
খুলনায় করোনায় একদিনে ৭ জনের মৃত্যু, শনাক্ত ৮১
খুলনায় এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে।
মঙ্গলবার খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে ৪৪ প্রাণহানি, শনাক্ত ২৩২২
খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ২৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৯৩ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ৮১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৩৯ জন, বাগেরহাটের ২৬ জন, যশোর ২ জন, পিরোজপুর ২ জন, গোপালগঞ্জ ১ জন ও ঝিনাইদহ জেলার ১ জন রয়েছে।
আরও পড়ুন: সুশাসনের ঘাটতি করোনাভাইরাস নিয়ন্ত্রণকে দীর্ঘায়িত করছে: টিআইবি
মৃতরা হলেন ঝিনাইদহের দরবেশ আলী (৭২), মোড়লগঞ্জের মো. সেলিম জমাদার (৬৫), ফুলতলার আ. মালেক (৭৫) ও তুষার কান্তি (৫৮), কয়রার আয়জান বেগম (৭৫), যশোরের কাজী সাইদুর রহমান (৭৪) এবং বাগেরহাটের আ. হাই শিকদার (৮০)। এ নিয়ে খুলনায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯৫ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: করোনা: রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত খুলনা করোনা হাসপাতালে ভর্তি ছিল ১২৯ জন রোগী। যার মধ্যে ৬৩ জন রেড জোনে, ২৮ জন ইয়োলো জোনে, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১৯ জন।
৩ বছর আগে
করোনা: খুলনায় আরও তিন জনের মৃত্যু
খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে করোনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর পৌনে ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই সাথে খুমেকের পিসিআর ল্যাবের পরীক্ষায় ৬৯ জনের করোনা পজিটিভ এসেছে।
খুমেক হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টা ২০ মিনিটে খুলনা মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ফারহানা দিলরুবা (৫৫) নামে একজনের মৃত্যু হয়। তিনি নড়াইল সদরের ধাওয়া খালি এলাকার বাসিন্দা শাহিনুর ইসলামের স্ত্রী। ৬ এপ্রিল তিনি খুমেকের করোনা ইউনিটে ভর্তি হন।
আরও পড়ুন: কোভিড ভ্যাকসিনকে বিশ্বজনীন পণ্য হিসেবে ঘোষণা করা উচিত: প্রধানমন্ত্রী
একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জলিলুর রহমান (৮১) নামে একজন মারা যান। তিনি খুলনার খালিশপুর থানাধীন হাউজিং বাজার এলাকার মৃত মহিউদ্দিন আহমেদের ছেলে। ১৯ এপ্রিল তিনি মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি হন।
আরও পড়ুন: করোনা: খুলনায় একদিনে মৃত্যু ৩, শনাক্ত ৮১
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে খুলনা মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুষ্পপল কুমার চক্রবর্তী (৫৩)। তিনি বাগেরহাট ফকিরহাটের মূলঘর এলাকার চিত্তরঞ্জন কুমার চক্রবর্তীর ছেলে।
এ নিয়ে ২১ এপ্রিল পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১৬ জনের মৃত্যু হলো।
আরও পড়ুন: ভারতে করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন রেকর্ড
খুমেক হাসপাতালের করোনা প্রতিরোধ ও চিকিৎসাবিষয়ক কমিটির সমন্বয়কারী এবং খুমেকের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৯ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৬২ জন। এছাড়া বাগেরহাটের ৪ জন, সাতক্ষীরার ১ জন, ঢাকার ১ জন ও মাগুরার ১ জন রয়েছেন।
৩ বছর আগে
করোনা: ফেনীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৮.৬ শতাংশ
ফেনীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩৮.৬ শতাংশ আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ফেনীর ১৫৫টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫৯ জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ফেনীতে ১৫৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১২ জন বিদেশগামী যাত্রী রয়েছে। বাকিদের মধ্যে ফেনী সদর উপজেলায় ১৫, ছাগলনাইয়ায় ১৭, দাগনভূঞায় ৭, সোনাগাজীতে ৭, পরশুরামে ১১, ফুলগাজী ও সেনবাগ উপজেলায় এক জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবারের প্রাপ্ত ফলাফলে ৩৮.০৬ শতাংশ করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৫ জন আইসোলেশনে ভর্তি রয়েছেন।
ফেনী জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন এসএসআর সোহেল রানা জানান, ফেনীতে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সবাইকে ভাবিয়ে তুলছে। ইতোমধ্যে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী ও ছাগলনাইয়া উপজেলার এসিল্যান্ড হুমায়রা ইসলাম করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন।
এমতাবস্থায় সবাইকে সতর্ক থেকে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করেছেন স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা।
এদিকে ফেনীতে করোনা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার পর্যন্ত ফেনীতে ১৫ হাজার ৯২৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৬৯ জনের পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৫৮ জন মারা গেছেন। মঙ্গলবার নতুন করে ৬৫ জনের নমুনা নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাবে প্রেরণ করা হয়েছে।
৩ বছর আগে
বগুড়ায় করোনায় আরও ২ জনের মৃত্যু
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে আবারও মৃতের সংখ্যা বাড়ছে।
৪ বছর আগে
সিলেটের দুই ল্যাবে আরও ১১৯ জনের করোনা শনাক্ত
সিলেটের দুই ল্যাবে আরও ১১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
৪ বছর আগে
বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটিতে পিসিআর ল্যাব হচ্ছে
বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে।
৪ বছর আগে