যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে বুধবার বিকালে ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এসময় শুকুর আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করেছে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।
আটক শুকুর আলী উপজেলার রুদ্রপুর গ্রামের মিয়ারাজ আলীর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর সীমান্তে বিজিবির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে কৃষকের ছদ্মবেশে থাকা শুকুর আলীর দেহ তল্লাশি করে ৯ টি স্বর্ণের বারসহ তাকে আটক করে।
আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় প্যানেল মেয়রের ছেলে গ্রেপ্তার, গাঁজা জব্দ
জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য দুই কোটি টাকা বলে জানায় বিজিবি।
তিনি আরও জানান, এসময় আটক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকল উদ্ধার করা হয়।
জব্দকৃত স্বর্ণসহ পাচারকারীকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।