সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাট গ্রামে শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত শীরমত আলী (৫৫) ওই এলাকার মৃত সামাদ শেখের ছেলে।
আরও পড়ুন: গাইবান্ধায় শহীদ মিনারে হামলার সময় ককটেল, ছুরিসহ আটক ২
ববি শিক্ষার্থীদের ওপর হামলা: বিচারের দাবিতে আন্দোলন আপাতত স্থগিত
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরশেরপুর ইউনিয়নের বালুরঘাট গ্রামের রেজাউল করিম সাদা মিয়া ও নওশেদ আলীর পরিবারের মাঝে নানা বিষয় নিয়ে গোষ্ঠীগত দ্বন্দ্ব চলে আসছে। সম্প্রতি স্থানীয় একটি মসজিদের কমিটি গঠন ও একটি স্কুল প্রতিষ্ঠা নিয়ে এই দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে। তারই জের ধরে শনিবার বিকালে রেজাউল করিম সাদা মিয়ার লোকজন লাটিসোঠা নিয়ে প্রতিপক্ষের লোকজনের বাড়িঘরে হামলা চালালে শীরমত আলীসহ ১১ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে রাত ১০টার দিকে শীরমত আলীর মৃত্যু হয়।
আরও পড়ুন: শেরপুরে সাংবাদিকের ওপর হামলা, আটক ৩
চট্টগ্রামে বিচারকের ওপর হামলা: আ’ লীগ নেতার ছেলের ৫ বছর কারাদণ্ড
ফেনীতে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলার অভিযোগ
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় নিহতের ছেলে উকিল মিয়া বাদী হয়ে রবিবার সকালে রেজাউল করিম সাদা মিয়াসহ ৪২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’