নিহতরা হলেন- নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউশা এলাকার জসিম উদ্দিনের ছেলে সোবাহান ওরফে ভুষি মিয়া (৫০) এবং সদর উপজেলার চরশ্রীপুর কান্দাপাড়া গ্রামের আবুবকর সিদ্দিকের স্ত্রী উমেলা বেগম (৫০)।
সাপের কামড়ে আহত বাউশা গ্রামের জামাল মিয়া (৪৮) নামে একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বাউশা গ্রামের সোবাহান ও প্রতিবেশী জামাল মিয়া বাড়ির পার্শ্ববর্তী বন্যার পানিতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাদের দুজনকেই একটি বিষধর সাপ কামড় দিলে তারা গুরুতর আহত হয়। পরে অচেতন অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বুধবার ভোরে কর্তব্যরত চিকিৎসক সোবাহানকে মৃত ঘোষণা করেন। জামাল মিয়া এখনও চিকিৎসাধীন আছেন।
এদিকে শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান জানান, মঙ্গলবার দুপুরে ছাগলের জন্য খাবার সংগ্রহ করতে গিয়ে বন্যার পানির স্রোতে ডুবে শেরপুর সদর উপজেলার চরশ্রীপুর কান্দাপাড়া গ্রামের উমেলা বেগমের মৃত্যু হয়েছে।