শেরপুরের নকলায় বন্যার পানিতে ডুবে রিফাত আলম নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার প্রায় ১০ ঘণ্টা পর শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শনিবার (৭ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার উরফা ইউনিয়নের হাসখিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিফাত আলম (৮) ওই গ্রামের আবুল কালামের ছেলে এবং স্থানীয় তারাকান্দা হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।
আরও পড়ুন: শেরপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো জানান, শনিবার দুপুরের দিকে রিফাত বন্যার পানিতে কলাগাছের ভেলা নিয়ে খেলতে যায়। কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও সে আর ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় তাকে খোঁজাখুঁজির পাশাপাশি স্থানীয়দের জানান। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা বন্যায় ডুবন্ত মাঠ থেকে রিফাতের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চেয়ারম্যান আরও বলেন, পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে বর্তমানে এলাকার প্রতিটি নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা পানিতে ভরে গেছে। এমনকি নিচু এলাকার প্রতিটি বাড়ির আশেপাশের জমিতেও পানি জমে আছে। এতে যে কোনো সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। এজন্য তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: দেশের ৪ জেলায় পানিতে ডুবে ৫ জনের মৃত্যু