মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত শ্রীমঙ্গল শহরের বিভিন্ন জায়গায় কুকুরটি মানুষজনকে আক্রমণ করেছে।
কুকুরের কামড় খাওয়া একাধিক ব্যক্তি বলেছেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শহরের বিভিন্ন জায়গায় হঠাৎ এই কুকুরটি মানুষকে কামড় দিয়েছে। কুকুরটির মুখ দিয়ে লালা ঝরছিল।
আহত রুবেল দাশ বলেন, ‘সন্ধ্যার দিকে স্টেশনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ কুকুরটি এসে পায়ে কামড় বসিয়ে দিয়েছে। কামড় দিয়ে পা ছাড়তে চায়নি। পরে লাথি দিয়ে পা ছাড়াই। কুকুরটি লাথি খেয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছি। আগামীকাল টিকা নেব।’
আরও পড়ুন: চাঁদপুরে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স বলেন, কুকুরে কামড় দিলে অনেকেই টিকা ক্লিনিক বা ফার্মেসি থেকে নিয়ে নেন। ২০ জন হাসপাতালে এলে ও কুকুরের কামড়ে আহতের প্রকৃত সংখ্যা হয়তো আরও বেশি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. রেদোয়ান আহসান উল্লাহ বলেন, কুকুরের কামড়ে এক দিনে অনেক রোগী এসেছেন। তারা ভুক্তভোগীদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। প্রত্যেককে মৌলভীবাজার সদর হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্ক রোধে টিকা দেয়া হবে।
আরও পড়ুন: চাঁদপুরে কুকুরের কামড়ে আহত ২০
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, একটি কুকুরই সবাইকে কামড় দিচ্ছে। আমরা কুকুরটিকে ধরার চেষ্টা করছি। সম্ভবত কুকুরটি পাগল হয়ে গেছে। শহরে কুকুরটি থেকে সাবধানে থাকার জন্য সবাইকে অনুরোধ করে মাইকিং করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিস জানিয়েছে, পাগলা কুকুরকে আটক করতে শহরে তল্লাশি চালাচ্ছে তারা। এছাড়া কুকুর থেকে সাবধান হতে চলছে মাইকিং।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন: আখাউড়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২