চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধ রয়েছেন।
বুধবার ও বৃহস্পতিবারের কুকুরের কামড়ের মানুষের আহত হবার ঘটনার পর থেকে এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।
আরও পড়ুন: সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দিল ভারত
সংশ্লিষ্টরা জানান, গত বুধবার দুপুর ২টার দিকে কয়েকটি পাগলা কুকুর এনায়েত নগর থেকে শুরু করে শাহবাজ কান্দি ও সানাতের কান্দিতে বেশ কয়েক জনকে কামড় দিয়ে আহত করে।
এরপর দিন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ছয়টার মধ্যে বারহাতিয়া এলাকায় একই ভাবে কুকুরগুলো বেশ কয়েকজনকে জখম করে।
আরও পড়ুন: কুকুর অপসারণ বন্ধের দাবিতে করা রিট কার্যতালিকা থেকে বাদ
এই ঘটনার পর থেকে সাধারণ মানুষকে সাবধানে থাকার জন্য মসজিদে-মসজিদে মাইকিং করে সচেতন করা হয়েছে।
স্থানীয়রা এই সমস্যা থেকে পরিত্রাণে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।