শনিবার উপজেলার মোগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন নয়াদিল গ্রামের আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম (১৩), মানিক মিয়ার ছেলে জুনাইদ (১৪), তাহের মিয়ার ছেলে রুহুল আমিন (৭) ও আরিফ মিয়ার মেয়ে মারিয়া (৭), চর নারায়ণপুরের রাসেল মিয়ার মেয়ে মুন্নী (৩) ও রাহিম মিয়ার ছেলে তামিম (৯) এবং গঙ্গাসাগরের ইয়াছিন (৯), অহিদ মিয়ার স্ত্রী নূরজাহান (৫০), মোরশেদ মিয়া (৬০), খোরশেদা (৫০) ও মালেকা (৪০)।
প্রত্যক্ষদর্শী রতন খা জানান, বেলা ১১টার দিকে একটি ‘পাগলা’ কুকুর শিশু তামিমকে কামড় দেয়। এ সময় তিনি এগিয়ে গিয়ে দেখেন কুকুরটি একটি ঘোড়াকেও কামড় দিচ্ছি। ঘোড়ার লাথি খেয়ে ওই কুকুর আরও এক শিশুকে কামড়ায়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শ্যামল কুমার ভৌমিক জানান, হাসপাতালে ১২ জনের মতো এসে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহতদের সদর হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে।