তাবলীগ জামাতের একটি পক্ষের সঙ্গে বৈষম্য করা হচ্ছে অভিযোগ তুলে ন্যায় ও সমতার ভিত্তিতে তা দূর করতে আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে গাজীপুরে নগরীর বিআইডিসি বাজার সংলগ্ন এলাকায় সচেতন ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এমন কথা বলা হয়েছে।
এতে বলা হয়, আগামী ২০ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
এ সময় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থী নূর মোহাম্মদ শাওন লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, ‘দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি, তাবলীগ জামাতের দুই গ্রুপের মধ্যে এক গ্রুপের সঙ্গে ব্যাপকভাবে বৈষম্য করা হচ্ছে। ইজতেমায় প্রধান মুরুব্বিদের আগমন, কাকরাইল মসজিদ ব্যবহার, টঙ্গীর ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে ও ইজতেমার সময় বরাদ্দে চরম বৈষম্য হচ্ছে। ন্যায় ও সমতার ভিত্তিতে এই বৈষম্য অবিলম্বে দূর করা দরকার।
আগামী ২০ জানুয়ারির মধ্যে এসব প্রস্তাব মেনে নেওয়া না হলে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেন জানান এই শিক্ষার্থী।
এ সময় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তৈয়বুর রহমান, রেদওয়ান, সাখাওয়াত হোসেন, শরিফুল, হুজাইফা, সিফাত, তাইবুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।